Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The victim of the online gaming is a one young man

অনলাইন গেমিং-এর বলি এক যুবক

অনলাইন গেমিং-এর বলি এক যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অনলাইন

অনলাইন গেমিং-এর বলি এক যুবক। মোবাইলে  অনলাইন গেমের নেশায় পড়ে আত্মঘাতী হলো  যুবক। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির বদলাগছ এলাকায়।  এই ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকা জুড়ে। মৃত যুবকের নাম আবদুল সারতার। বয়স আনুমানিক ১৯ বছর।

 

পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় ওই যুবক। এরপর খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করার পরেও কোন সাড়া না মেলায় দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন যে ওই যুবকেরা দুটি চলছে। এরপর বাড়ির লোক দরজা ভেঙে দেখে ওই যুবককে ঝুলন্ত অবস্থায়। এরপর ওই যুবককে বাড়ির লোকরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের প্রাথমিক অনুমান গেমের নেশায় বুঁদ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক।

 

অনলাইন গেমিংয়ের নেশায় মত্ত হয়ে প্রাণ যাওয়া  যুবকের পরিবারের তরফে জানা গিয়েছে,  ওই যুবককে বারংবার বারণ করা হলেও সে পরিবারের লোকেদের কথায় কখনোই কর্ণপাত করতেন না। প্রচুর টাকা অপচয় করেছে ওই যুবক অনলাইন গেমিং এর পেছনে এমনটাই পরিবার সূত্রে খবর।

 

মৃত ওই যুবক পেশায় সীমান্তে গাড়িচালক ছিলেন। কাজ থেকে ফিরে সে ঘরে দরজা বন্ধ করে অনলাইনে গেম খেলতে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে কাউকে সে ঘরে প্রবেশ করতে দিতো না শুধু তার বন্ধুবান্ধব ছাড়া। অবিলম্বে এই অনলাইন গেমিং বন্ধ করার আবেদন জানায় ওই যুবকের পরিবার।

 

আর ও   পড়ুন    নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা করলেন বিএসএফ জওয়ান

 

যুবকের বৌদি সাবিনা খাতুন বলেন, আব্দুল কাজ থেকে ফিরে দরজা বন্ধ করে গেম খেলত। কাউকে ঘরে প্রবেশ করতে দিতো না। গতকাল সন্ধ্যেবেলা খাবার জন্য ডাকাডাকি করার পরেও তার সাড়া না মেলায় দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি তার পা দুটি ঝুলছে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top