Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Idols of Hinduism made by the hands of the Muslims!

মুসলিম ধর্মের মানুষের হাতের তৈরি হিন্দু ধর্মের প্রতিমা!

মুসলিম ধর্মের মানুষের হাতের তৈরি হিন্দু ধর্মের প্রতিমা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুসলিম

মুসলিম ধর্মের মানুষের হাতের তৈরি হিন্দু ধর্মের প্রতিমা! সম্প্রীতির অনন্য নজির তৈরি করেছেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ইসমাইল!ভিন ধর্মের মানুষ হয়েও ইসমাইল চিত্রকরের তৈরি কালীপ্রতিমা পুজিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে৷ তাঁর এই কাজ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি করেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে! প্রতি বছরই বিভিন্ন দেব দেবীর পূজার সময় দেব দেবীর মূর্তি কিনতে ক্রেতারা ভিড় জমান ইসমাইলের বাড়িতে৷ ঠাকুর কিনতে মানুষজন আসেন ভিন জেলা থেকেও৷

 

প্রায় চার দশক ধরে হিন্দু দেবদেবীর মূর্তি, পট তৈরি করে চলেছেন ইসমাইল৷ এই কাজে তার স্ত্রী, ও দুই মেয়ে তাঁকে সাহায্য করেন৷ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নাড়াজোল গ্রামের বাসিন্দা ইসমাইল চিত্রকর। বয়স ৬১ বছর৷

 

পট আর মূর্তি তৈরি করেই সংসার চালান ইসমাইল৷ স্ত্রী ও মেয়েদের সহযোগিতায় একের পর এক গড়ে তোলেন লক্ষ্মী, সরস্বতী, কালী, কার্তিক, গণেশের প্রতিমা৷ এলাকায় তাঁর কাজের কদর রয়েছে। তাই ক্রেতার অভাব হয় না৷ ফলে সারা বছরের খোরাকিটুকু জুটে যায়।

 

রাজন আমল থেকে এই কাজ করে আসছেন তাঁদের পূর্বপুরুষেরা। এখন রাজার রাজত্ব না থাকলেও বাপ, ঠাকুরদার পেশা ছাড়তে পারেননি সেও৷ হিন্দু দেবদেবীর প্রতিমা গড়ে রোজগার করতেই স্বাচ্ছন্দ্য় বোধ করেন ইসমাইলরা৷

 

গত বছর করোনা আবহে বরাত তেমন জোটেনি। তবে এবছর কিছুটা হলেও আশার আলো দেখছে ইসমাইল ও তার পরিবারের সদস্যরা৷ কালীপুজোয় ভালই কাজ পেয়েছেন বৃদ্ধ শিল্পী। সেই কাজ এখনও চলছে জোরকদমে।

 

আর ও পড়ুন    কাঁচড়াপাড়ার রঘু ডাকাতের কালি বাড়ির খ্যাতি ক্রমশ বাড়ছে

 

কারণ, হাতে আর সময় নেই বললেই হয়। দাসপুরের এই ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়েছে৷ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যে সমস্ত মানুষ ধর্মকে শিখণ্ডি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে৷ তাঁদের গালে জোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইসমাইলের মতো মানুষরা তে ধর্ম যার যার উৎসব সবার৷ ইসমাইলের পাশে রয়েছেন অমর কুণ্ডুর মতো প্রতিবেশীরাও৷ যাঁদের কাছে হিন্দু, মুসলমানের হানাহানি একেবারেই অনভিপ্রেত৷

 

অমর কুনডু বলেন, ইসলাম ধর্মের এই শিল্পী হিন্দু দেবীর অবয়ব গড়ছেন, এমন দৃশ্য দেখেই বড় হয়েছেন তাঁরা৷ তাই তাঁদের কাছে সাম্প্রদায়িক বলে কিছু নেই। তাঁরা ভালবাসেন মিলেমিশে থাকতে, এবং এক সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব এ মেতে উঠবেন বলে জানিয়েছেন তারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top