ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, কী বললেন?

ফের বিস্ফোরক দিলীপ ঘোষ, কী বললেন?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফের

বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ফের বিস্ফোরক হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি  বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে সেখানে কাউকে অংশগ্রহণ করতে না দেওয়া, প্রচার করতে দেওয়া, হোটেল, গাড়ি কোনো কিছুই দেওয়া হচ্ছে না যাতে নির্বাচনে লড়তে না পারে। আগামীদিনে এমন হবে একটাই প্রার্থী হবে আর সেই প্রার্থীকে সবাইকে ভোট দিতে হবে। এক পার্টি গণতন্ত্র হয়ে যাবে আর বাকিরা কেউ নির্বাচন লড়তে পারবে না। টিএমসি সমস্ত ভোট পাবে।

 

দিলীপ ঘোষ বলেন, সামনে পৌর নির্বাচন।   ভারতীয় জনতা পার্টি পুরোপুরি শক্তি দিয়ে নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছে। গত পৌর নির্বাচনে বিধাননগরে সকাল ৬টার মধ্যে ভোট শেষ হয়ে গিয়েছে, ভোট লুট হয়েছে। সাংবাদিক পেটানো  হয়েছে, ক্যামেরা ভাঙা হয়েছে। কলকাতা করপোরেশনেও ঠিক একই ভাবে হয়েছে। তারকেশ্বর বা আরামবাগে কাউকে কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি বিনা কনস্টেটে নির্বাচন হয়েছে। পরবর্তী কালে সেটা পঞ্চায়েতেও হয়েছে। সেদিকেই যাচ্ছে বাংলার রাজনীতি। এরমধ্যেই আমাদের লড়তে হবে।

 

আর ও পড়ুন    মুসলিম ধর্মের মানুষের হাতের তৈরি হিন্দু ধর্মের প্রতিমা!

 

সম্প্রতি শেষ হয়ে যাওয়ার রাজ্যের চার কেন্দ্রের   উপ-নির্বাচনে হার নিয়ে দিলীপ ঘোষ বলেন,  নির্বাচনের সময় আলাদা কূটনীতি কাজ করে, নির্বাচনের পর স্বাভাবিক রাজনীতি হয়। আমরা ২০২১ এ জেতার পরে তিনটে বাই ইলেকশনে হেরেছিলাম। কিন্তু জেনারেল ইলেকশনে জিতেছি।

 

দিলীপ ঘোষ বলেন, আমাদের   কর্মীরা পার্টির আদর্শের জন্য কাজ করে। বাই ইলেকশনটা কোনো সিধান্তিক ব্যাপার নয় এটা ব্যতিক্রম। সব জায়গায় তাই হয়েছে। কে কবে বাই ইলেকশন জিতেছে। জিততেই দেবে না কাউকে। নির্বাচনই করতে দেওয়া হচ্ছে না, প্রচার করতে দেওয়া হচ্ছে না। আমাদের ক্যান্ডিডেট কে ভোটটা পর্যন্ত দিতে দেওয়া হচ্ছে না। বাধা দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে ফের বিস্ফোরক হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি  বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে সেখানে কাউকে অংশগ্রহণ করতে না দেওয়া, প্রচার করতে দেওয়া, হোটেল, গাড়ি কোনো কিছুই দেওয়া হচ্ছে না যাতে নির্বাচনে লড়তে না পারে। আগামীদিনে এমন হবে একটাই প্রার্থী হবে আর সেই প্রার্থীকে সবাইকে ভোট দিতে হবে। এক পার্টি গণতন্ত্র হয়ে যাবে আর বাকিরা কেউ নির্বাচন লড়তে পারবে না। টিএমসি সমস্ত ভোট পাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top