সমস্ত জল্পনার আবসান। অবশেষে ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়। ভারত-আফগানিস্তান ম্যাচের দিন রবি শাস্ত্রীর উত্তরসূরীর নাম সরকারিভাবে ঘোষণা করা হল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই দায়িত্ব নেবেন দ্রাবিড়।
বুধবার বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির দুই সদস্য সুলক্ষণা নায়েক এবং আরপি সিং ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে কোচ নিযুক্ত করেন। কোহলিদের কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর রাহুল দ্রাবিড় বলেন, ‘ভারতীয় দলের হেড কোচ হওয়া সম্মানের ব্যাপার। আমি নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে আছি। রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে টিম ইন্ডিয়া খুবই ভাল খেলেছে। আশা করছি এই ধারা এগিয়ে নিয়ে যেতে পারব। এনসিএ, অনূর্ধ্ব ১৯, ইন্ডিয়া এ দলে আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। ওদের উন্নতির প্রচেষ্টা এবং জয়ের খিদে সম্বন্ধে আমার ধারণা রয়েছে। আগামী দু’বছর কয়েকটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। সকলে মিলে সাফল্য আনার চেষ্টা করব।’
বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারতের সিনিয়র দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে স্বাগত জানাই। দীর্ঘ কেরিয়ারে অনেক সাফল্য রয়েছে। ভারতীয় ক্রিকেট অন্যতম সেরা একজন ক্রিকেটার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হেড হিসেবে খুবই সফল। ওর তত্ত্বাবধানে অনেক নতুন তরুণ ক্রিকেটার উঠে এসেছে যারা এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছে। আমার আশা রাহুল ভারতীয় ক্রিকেটকে এক নতুন দিশা দেখাবে।’
আর ও পড়ুন অবশেষে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দিন পনেরো আগেই শোনা গিয়েছিল কোহলিদের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। কিন্তু সৌরভ গাঙ্গুলি দাবি করেছিলেন, প্রাক্তন ভারত অধিনায়ক এখনও সম্মতি দেয়নি। সেই অনুযায়ী ২৬ অক্টোবর কোচের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। শেষমুহূর্তে আবেদন করেন দ্রাবিড়। তখনই বোঝা গিয়েছিল তিনিই শাস্ত্রীর উত্তরসূরী হচ্ছেন।
উল্লেখ্য, সমস্ত জল্পনার আবসান। অবশেষে ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাহুল দ্রাবিড়। ভারত-আফগানিস্তান ম্যাচের দিন রবি শাস্ত্রীর উত্তরসূরীর নাম সরকারিভাবে ঘোষণা করা হল। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই দায়িত্ব নেবেন দ্রাবিড়।
বুধবার বোর্ডের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির দুই সদস্য সুলক্ষণা নায়েক এবং আরপি সিং ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’কে কোচ নিযুক্ত করেন। কোহলিদের কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর রাহুল দ্রাবিড় বলেন, ‘ভারতীয় দলের হেড কোচ হওয়া সম্মানের ব্যাপার। আমি নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে আছি। রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে টিম ইন্ডিয়া খুবই ভাল খেলেছে। আশা করছি এই ধারা এগিয়ে নিয়ে যেতে পারব। এনসিএ, অনূর্ধ্ব ১৯, ইন্ডিয়া এ দলে আমি অনেকের সঙ্গেই কাজ করেছি। ওদের উন্নতির প্রচেষ্টা এবং জয়ের খিদে সম্বন্ধে আমার ধারণা রয়েছে। আগামী দু’বছর কয়েকটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। সকলে মিলে সাফল্য আনার চেষ্টা করব।’