তিতুমীরের স্মৃতি ধরে রাখতে জলের উপর বাঁশের কেল্লা । উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দুর্গাপূজার পাশাপাশি কালীপুজো নজর কেড়েছে সীমান্ত থেকে সুন্দরবন বিভিন্ন থিমের কালীপুজো তুলে ধরা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা বেলা থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে। কিন্তু এবার প্রশাসন করোনা বিধি মেনে মণ্ডপে নো এন্ট্রি প্রশাসনের।
রীতিমতো সামাজিক দূরত্ব, প্যান্ডেলের চতুর্দিক খোলা, পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাক্স, পূজামণ্ডপগুলোতে রাখা হয়েছে। বসিরহাটের নবোদয় সংঘ ও গুঞ্জন ক্লাব এবার তাদের পুজোর নজর কেড়েছে। চন্দননগরের বহু প্রাচীন আলোকসজ্জা ও মন্ডপ রীতিমতো নজর কেড়েছে ।অন্যদিকে বাদুড়িয়ার নারকেলবেরিয়া গ্রামে জন্মভিটে শহীদ তিতুমীর স্মৃতি ধরে রাখতে জলের উপর ভাসমান বাশের কেল্লা বানানো হয়েছে।
আর ও পড়ুন কালীপুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির
পাশাপাশি নীলকর সাহেবদের বিরুদ্ধে যে স্বাধীনতার লড়াই বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। পুরো মন্ডপ টাই তিতুমীর বাঁশের কেল্লা একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। যেমন ব্যবহার করা হয়েছে বাশ, লাঠি, বল্লভ, বার্নিশ তেল দিয়ে তৈরি মন্ডপ কি তুমি নীলকর সাহেবদের বিরুদ্ধে লড়াই সেই ছবি তুলে ধরা হয়েছে ।
উল্লেখ্য, তিতুমীরের স্মৃতি ধরে রাখতে জলের উপর বাঁশের কেল্লা । উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দুর্গাপূজার পাশাপাশি কালীপুজো নজর কেড়েছে সীমান্ত থেকে সুন্দরবন বিভিন্ন থিমের কালীপুজো তুলে ধরা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা বেলা থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে। কিন্তু এবার প্রশাসন করোনা বিধি মেনে মণ্ডপে নো এন্ট্রি প্রশাসনের। রীতিমতো সামাজিক দূরত্ব, প্যান্ডেলের চতুর্দিক খোলা, পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার, মাক্স, পূজামণ্ডপগুলোতে রাখা হয়েছে। বসিরহাটের নবোদয় সংঘ ও গুঞ্জন ক্লাব এবার তাদের পুজোর নজর কেড়েছে। চন্দননগরের বহু প্রাচীন আলোকসজ্জা ও মন্ডপ রীতিমতো নজর কেড়েছে ।অন্যদিকে বাদুড়িয়ার নারকেলবেরিয়া গ্রামে জন্মভিটে শহীদ তিতুমীর স্মৃতি ধরে রাখতে জলের উপর ভাসমান বাশের কেল্লা বানানো হয়েছে।