ভারত বাংলাদেশের হিলি সীমান্তে দীপাবলি পালন করল বি.এস.এফ জওয়ানরা। বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর বর্ডার আউটপোস্ট সংলগ্ন প্রান্তরে দীপাবলী মেলার আয়োজন করেছিল বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়ন।
এদিন বি.এস.এফ দ্বারা আয়োজিত এই দীপাবলি মেলায় সামিল হতে দেখা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম মথুরাপুর সংলগ্ন লকমা, চিঙ্গিশপুর, গয়েশপুর, দুর্গাপুর-এর মতন সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের। মেলা প্রাঙ্গণে ছিল জিলাপির দোকান, পানিপুরির দোকান থেকে শুরু করে নানাবিধ বিনোদনমূলক খেলার আসর। পরিবার থেকে কার্যত হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও সীমান্তে প্রহরারত বি.এস.এফ জওয়ানদের সঙ্গে এদিন আনন্দে মেতে উঠতে দেখা গেছে সীমান্ত লাগোয়া গ্রামের গ্রামবাসীদেরকেও।
মেলা প্রাঙ্গণে বি.এস.এফ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এদিন সীমান্ত লাগোয়া গ্রামের শিশু এবং কিশোরী শিল্পীরা একাধিক নৃত্য পরিবেশন করে। এদিন মেলা প্রাঙ্গণে উপস্থিত গ্রামবাসীদের বক্তব্য দীপাবলি উৎসব উপলক্ষ্যে এধরনের অনুষ্ঠানের ফলে সীমান্ত লাগোয়া গ্রামের গ্রামবাসীদের সঙ্গে সীমান্তের প্রহরারত বি.এস.এফ জওয়ানদের সম্পর্ক আরও সৌহার্দ্যপূর্ণ এবং সুদৃঢ় হবে।
আর ও পড়ুন প্রবীণ নাগরিকদের কালীপুজো দেখানোর উদ্যোগ শিলিগুড়ি পুলিশের
গ্রামবাসীরা বি.এস.এফ জওয়ানরা দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদেরকে সুরক্ষিত রাখতে বাড়ি ছেড়ে সীমান্তে প্রহরারত। তাই দীপাবলির মত উৎসবের দিনে বি.এস.এফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিতে পেরে আমরাও আনন্দিত।
উল্লেখ্য, ভারত বাংলাদেশের হিলি সীমান্তে দীপাবলি পালন করল বি.এস.এফ জওয়ানরা। বৃহস্পতিবার দীপাবলি উপলক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর বর্ডার আউটপোস্ট সংলগ্ন প্রান্তরে দীপাবলী মেলার আয়োজন করেছিল বি.এস.এফ-এর ১৩৭নং ব্যাটেলিয়ন। এদিন বি.এস.এফ দ্বারা আয়োজিত এই দীপাবলি মেলায় সামিল হতে দেখা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম মথুরাপুর সংলগ্ন লকমা, চিঙ্গিশপুর, গয়েশপুর, দুর্গাপুর-এর মতন সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের।
মেলা প্রাঙ্গণে ছিল জিলাপির দোকান, পানিপুরির দোকান থেকে শুরু করে নানাবিধ বিনোদনমূলক খেলার আসর। পরিবার থেকে কার্যত হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও সীমান্তে প্রহরারত বি.এস.এফ জওয়ানদের সঙ্গে এদিন আনন্দে মেতে উঠতে দেখা গেছে সীমান্ত লাগোয়া গ্রামের গ্রামবাসীদেরকেও।