আস্তে আস্তে রাজ্যে জাঁকিয়ে বসবে শীত, শুরু হয়েছে প্রক্রিয়া । টানা বৃষ্টির দাপটের পর শেষমেশ শীতের আমেজ নামতে শুরু করেছে রাজ্যে। ইতিমধ্যেই ভোর শুরু হচ্ছে কুয়াশার চাদরে। এরপর সেই চাদর আরও ঘনীভূত হবে বলে দাবি আবহাওয়া দফতরের। ৬ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা বাকি জেলায় কোথাও থাকছে না। দার্জিলিং-এ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর উত্তরবঙ্গ কালীপুজো ও ভাইফোঁটার মরশুমে শুকনো যেমন থাকতে চলেছে।
এদিকে ভাইফোঁটার মরশুম মনোরম পরিবেশেই কাটাতে চলেছেন দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়ার পূর্বাভাস তেমনই বলছে। আপাতত দক্ষিণের সমস্ত জেলা শুকনো থাকতে চলেছে বলে জানা গিয়েছে। ভোরের দিকে সমস্ত জেলাতেই হালকা শীত অনুভূত হতে চলেছে। এদিন সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২০ ডিগ্রি ছিল বলে জানা যায়।
আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, তবে এবার ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারে বলে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর অনুযায়ী শহর কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আর ও পড়ুন না ফেরার দেশে চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায়, স্মৃতিচারণে কী বললেন মমতা?
সকালের দিকে স্বাভাবিকভাবেই শীতের আমেজ থেকে যাবে বিভিন্ন জায়গায়। দিকে, বৃষ্টির হাত থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণভারতের রাজ্যগুলি। জানা গিয়েছে, আরবসাগরের দক্ষিণপূর্ব দিকে ও তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এদিকে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের কাছে উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এরফলে নভেম্বরের প্রথম থেকেই দক্ষিণ ভারতে পর্বল বর্ষণ আসতে চলেছে।
উল্লেখ্য, টানা বৃষ্টির দাপটের পর শেষমেশ শীতের আমেজ নামতে শুরু করেছে রাজ্যে। ইতিমধ্যেই ভোর শুরু হচ্ছে কুয়াশার চাদরে। এরপর সেই চাদর আরও ঘনীভূত হবে বলে দাবি আবহাওয়া দফতরের। ৬ নভেম্বর শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে দুই জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা বাকি জেলায় কোথাও থাকছে না। দার্জিলিং-এ অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর উত্তরবঙ্গ কালীপুজো ও ভাইফোঁটার মরশুমে শুকনো যেমন থাকতে চলেছে।