বলির পাঁঠার মাংসের ভাগাভাগি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের জখম দশজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া কাচারি এলাকায় । রাতে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও আহত ১০ জনের মধ্যে চারজনের চিকিৎসা চলছে মেডিক্যাল কলেজে।
বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় দুই পক্ষই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , মাদিয়া সর্বজনীন কালী পুজোয় রাতে প্রচুর ছাগ বলি হয়েছে।
সেই বলির মাথা পুজো কমিটিতে জমা পড়ে। শুক্রবার রাতে দিকে ওই বলির মাথা ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয়। এরপরই দুই পরিবারের মধ্যে চরম সংঘর্ষ বেঁধে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতেরা হলেন মন্টু চৌধুরি(৪৫), তাঁর স্ত্রী মীনা চৌধুরি(৩৮), ছেলে বিশ্বজিৎ চৌধুরি (১৫) , দাদা খোকা চৌধুরি (৫০) ও বৌদি পুশিয়া চৌধুরি (৪২)। অপর পক্ষের আহতেরা হলেন, গোবিন্দ চৌধুরি (৫০) তাঁর ছেলে ছোটন চৌধুরি (১৭), উৎপল চৌধুরি (৪৬), ভাই চানপটি চৌধরি (৩৮)।
আর ও পড়ুন পথ কুকুরের লেজে বাজি বেঁধে উল্লাস, আটক ৯ জন
আহত মন্টু চৌধুরির অভিযোগ, কালী পূজার পর পাঠা বলির মাংস এবং মাথা ভাগ করার সময় আমি প্রতিবাদ করেছিলাম। যাঁরা কমিটিতে রয়েছে তাঁদের প্রত্যেককে মাথা দেওয়া হবে।
যাঁরা আসেন নি পরে তাঁদের দেওয়া হবে। কিন্তু গোবিন্দ ও তার গোষ্ঠী বিষয়টি তা মেনে নেয় নি । এরপরই আমাদের ওপর হামলা চালায় গোবিন্দ ও তার দলবল। লাঠি ও লোহার রড দিয়ে আমাদেরকে মারধর করা হয়।
উল্লেখ্য, বলির পাঁঠার মাংসের ভাগাভাগি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের জখম দশজন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া কাচারি এলাকায় । রাতে আহতদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। যদিও আহত ১০ জনের মধ্যে চারজনের চিকিৎসা চলছে মেডিক্যাল কলেজে।