আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র ভাঙড়। ভাইফোঁটার দিন আব্বাস সিদ্দিকির ধর্মীয় সভার আয়োজন চলছিল ভাঙড়ে, আর এই সমাবেশকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল গোটা চত্বর। শাসক তৃণমূলের সঙ্গে আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার বড়ালী মালঞ্চ এলাকায়। এদিন আইএসএফ কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।
ভাঙড় ১ নম্বর ব্লকের পদ্মপুকুর এলাকার ঘটনা। সূত্রের খব, আগামিকাল আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির একটি ধর্মীয় সভা করার কথা ছিল। সেই সভার আগেই এলাকায় ছড়াল উত্তেজনা। ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন। তাঁদের কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। খবর পেয়েই এ দিন হাসপাতালে ছুটে যান বিধায়ক নওশাদ সিদ্দিকি। আহতদের সঙ্গে কথা বলেন তিনি।
আইএসএফ-এর অভিযোগ সভার আগেই আব্বাস অনুগামীদের বাড়িতে গিয়ে নাকি তাদের উপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন জখম হন বলেও দাবি করা হয়েছে। যদিও ভাঙড় পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার দুপুরে ভাঙড়ের বড়ালী পদ্মপুকুর এলাকায় আহলে সুন্নাতুল জামাতেরর কর্ণধার তথা পীরজাদা আব্বাস সিদ্দিকির ধর্মীয় সভা রয়েছে।
আর ও পড়ুন শীতের কাউন্টডাউন শুরু হলো শহরে
অভিযোগ সেই ধর্মীয় সভা ভেস্তে দিতে তৃণমূল আব্বাস অনুগামীদের হুমকি দিতে থাকে। আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা এই ঘটনার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে গণ্ডগোল বেধে যায়। অভিযোগ তৃণমূল কর্মীরা ওই এলাকায় আব্বাস অনুগামীদের বাড়িঘর ভাঙচুর করে। আসাদুল মোল্লা নামে এক আহলে সুন্নাতুল জামাতের কর্মীর বাড়িঘর ভাঙচুর করে এবং তাঁকে মারধর করে বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় রবিবারও এলাকায় উত্তেজনা রয়েছে।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এ দিন ঘটনা প্রসঙ্গে বলেন, প্রশাসনের একটা অংশ একন সরকারের কথায় উঠছে বসছে। এলাকা থেকে আইএসএফ মুছে ফেলতে চাইছে তারা। যখন দেখছে জোর করে ঝাণ্ডা ধরিয়েও কোনও লাভ হচ্ছে না, তখন এ সব করছে। এই ঘটনার সঙ্গে এলাকার পুলিশ প্রশাসনের যোগ রয়েছে বলেও অভিযোগ করেছেন নওশাদ। এলাকার তৃণমূল নেতা কাইজার আহমেদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কাছে কোনও খবর নেই।