বিনামূল্যে রেশনের মেয়াদ আরও বাড়ানোর দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌগত রায়ের। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার রেশন বন্ধ না করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। চিঠিতে বিনামূল্যে রেশনের মেয়াদ ৬ মাস বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, “PMGKAY যোজনার আওতায় যে বিনামূল্যে রেশনের কর্মসূচি চলছে, তা ৩০ নভেম্বর শেষ হয়ে যাওয়ার কথা। আগামী ছয় মাস এই কেন্দ্রীয় রেশন ব্যবস্থা চালু করে রাখা হোক৷
কারণ দেশের বিভিন্ন প্রান্তে এখনও করোনা অতিমারি রয়েছে। একই সঙ্গে তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় রেশন বন্ধ হলে করোনার জন্যে যারা আর্থিক ভাবে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের জন্যে এই রেশন চালু করে রাখা হোক। খাদ্য প্রকল্প বন্ধ হয়ে গেলে, রাজ্য সরকারের মাধ্যমে মানুষ বিনামূল্যে যে রেশন পাচ্ছিল, তা বন্ধ হয়ে যাবে। তাতে লোকের অসুবিধা হবে।” প্রসঙ্গত, খাদ্য প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার বিপক্ষে ইতিমধ্য়েই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।
করোনা পরিস্থিতিতে দেশজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে গত বছর এপ্রিল মাসে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’ নামে বিনামূল্যে রেশন পরিষেবা চালু করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় এই প্রকল্পে গোটা দেশে প্রায় ৮০ কোটি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে মাসিক ৫ কিলোগ্রাম খাদ্যশস্য দেওয়া হচ্ছে। মানুষের খাদ্যাভাসের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে গরিব মানুষকে মাসিক দু’ কেজি চাল এবং তিন কেজি গম দেওয়া হচ্ছে এই প্রকল্পের আওতায়। কেন্দ্রীয় এই প্রকল্পের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। অর্থাৎ, বিনামূল্যে রেশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে।
আর ও পড়ুন অবাক হলো এবার উত্তরবঙ্গ, কেন জানেন?
এখন প্রশ্ন, ১ ডিসেম্বর থেকে কি কেন্দ্রের দেওয়া বিনামূল্যে চাল-গম মিলবে ?চারদিকে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তখন শুক্রবার কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের একটি মন্তব্য ঘিরে জল্পনা দানা বেঁধেছে। তিনি জানিয়েছেন, “যেহেতু দেশের অর্থনীতি আবার একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে, খোলা বাজারেও খাদ্যশস্য বিক্রি হচ্ছে। তাই এই প্রকল্পের মেয়াদ নতুন করে বৃদ্ধির এখনও কোনও প্রস্তাব আসেনি। ফলত বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বাড়ানো হবে কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না।”