দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো পুলিশ, ধৃত ৮ দুষ্কৃতী, উদ্ধার নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র

দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো পুলিশ, ধৃত ৮ দুষ্কৃতী, উদ্ধার নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নগদ

দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো পুলিশ, ধৃত ৮ দুষ্কৃতী, উদ্ধার নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র। ফের বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। মাত্র ৬দিনের ব্যবধানে গ্রেফতার ছিনতাইয়ের ঘটনার মূল ৮অভিযুক্ত। প্রসঙ্গত  ১লা নভেম্বর গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া ফুলবেড়িয়া রাস্তার কেন্দুয়াডিহি মোড়ে বেসরকারী ব্যাঙ্কের এক কর্মীকে আটকে প্রথমে বোমাবাজি ও পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ৫৩হাজার টাকা ছিনতায় করে নিমেষে চম্পট দেয়।

 

আর ও পড়ুন  কেন্দ্র বন্ধ করলেও রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে, জানালেন খাদ্যমন্ত্রী

 

ব্যাঙ্ককর্মীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। মাত্র ৬দিনের ব্যবধানে সেই তদন্তে মেলে ব্যপক সফলতা। গঙ্গাজলঘাটি এবং বড়জোড়া এলাকা থেকে ৮দুস্কৃতী কে গ্রেফতার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ।

 

উদ্ধার হয় ছিনতাই  হওয়া ২৫ হাজার টাকা ,একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি মোটর বাইক। পুলিশের এই সাফল্যকে অন্য নজরে দেখছে এলাকার মানুষ। পুলিশের এই কৃতিত্বে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন তাঁরা।

 

উল্লেখ্য, দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো পুলিশ, ধৃত ৮ দুষ্কৃতী, উদ্ধার নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র। ফের বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। মাত্র ৬দিনের ব্যবধানে গ্রেফতার ছিনতাইয়ের ঘটনার মূল ৮অভিযুক্ত।

 

প্রসঙ্গত  ১লা নভেম্বর গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া ফুলবেড়িয়া রাস্তার কেন্দুয়াডিহি মোড়ে বেসরকারী ব্যাঙ্কের এক কর্মীকে আটকে প্রথমে বোমাবাজি ও পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ৫৩হাজার টাকা ছিনতায় করে নিমেষে চম্পট দেয়। ব্যাঙ্ককর্মীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। মাত্র ৬দিনের ব্যবধানে সেই তদন্তে মেলে ব্যপক সফলতা।

 

গঙ্গাজলঘাটি এবং বড়জোড়া এলাকা থেকে ৮দুস্কৃতী কে গ্রেফতার করে গঙ্গাজলঘাটি থানার পুলিশ। উদ্ধার হয় ছিনতাই  হওয়া ২৫ হাজার টাকা ,একটি আগ্নেয়াস্ত্র এবং দুটি মোটর বাইক। পুলিশের এই সাফল্যকে অন্য নজরে দেখছে এলাকার মানুষ। পুলিশের এই কৃতিত্বে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন তাঁরা।  দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনার কিনারা করলো পুলিশ, ধৃত ৮ দুষ্কৃতী, উদ্ধার নগদ অর্থ ও আগ্নেয়াস্ত্র।

 

ফের বড় সাফল্য বাঁকুড়া জেলা পুলিশের। মাত্র ৬দিনের ব্যবধানে গ্রেফতার ছিনতাইয়ের ঘটনার মূল ৮অভিযুক্ত। প্রসঙ্গত  ১লা নভেম্বর গঙ্গাজলঘাটি থানার দেশুড়িয়া ফুলবেড়িয়া রাস্তার কেন্দুয়াডিহি মোড়ে বেসরকারী ব্যাঙ্কের এক কর্মীকে আটকে প্রথমে বোমাবাজি ও পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা নগদ ৫৩হাজার টাকা ছিনতায় করে নিমেষে চম্পট দেয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top