Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
The Maldah Chachal trembled at the sudden loud sound

আচমকা বিকট শব্দে কেঁপে উঠলো চাঁচল

আচমকা বিকট শব্দে কেঁপে উঠলো চাঁচল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
শিলিগুড়িতে

আচমকা বিকট শব্দে কেঁপে উঠলো চাঁচল।  রবিবার ভরদুপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্য ছড়িয়েছে মালদার চাঁচলের মতিহারপুরের আলসিয়াটোলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটিতে বোমা ফেটেছে সেই ব‍্যক্তির বসতবাড়ির টিনের ছাউনি ফেটে উপর থেকে কিছুটা অংশ উড়ে গিয়েছে।

 

আলসিয়াটোলা গ্রামের ওই ব্যক্তির নাম আব্দুল সালাম। ঘটনায় সালাম ও তার পরিবার আতঙ্কে কাঁপছে। যদিও পুলিশ এখনও কোনও ঐক্যমতে আসেনি। আলসিয়াটোলা গ্রামে আবদুল সালামের বাড়িতে বোমা কোথা থেকে এল, তাই নিয়েই ধোঁয়াশা ছড়িয়েছে। কেউ কি বাইরে থেকে বোমা ছুঁড়েছে নাকি কেউ চক্রান্ত করে বাড়ির ভিতরই বোমা রেখে গিয়েছিল?

 

তাই নিয়ে ধন্দে বাড়ি মালিক আবদুল সালাম। আবদুল সালাম ও তাঁর স্ত্রী রৌশনারা বিবির দাবি, বোমার হদিশ সম্বন্ধে তাঁরা অজ্ঞাত। বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁরা নিজেরাও হতবাক। কেউ হয়তো বাইরে থেকে বাড়িতে বোমা ছোঁড়ে। অথবা তাঁদের অজান্তে বাড়ির ভিতর বোমাটি রেখে যায়। রৌশনরা বিবির কথায়, “বিকট শব্দে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণের জন‍্য শ্রবণশক্তিও হারিয়ে ফেলি।

 

আর ও পড়ুন  কেন্দ্র বন্ধ করলেও রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে, জানালেন খাদ্যমন্ত্রী

 

জ্ঞান ফিরতেই দেখি বাড়িতে অনেক লোক।” সব মিলিয়ে বিস্ফোরণের ঘটনায় ঘনীভূত রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এদিনের ঘটনায় অবশ্য বাড়িতে থাকলেও ঠিক যেখানে ফেটেছে বোমাটি সেখানে কেউ না থাকায় কেউই জখম হননি।

 

তবে বোমাটি বেশি ক্ষমতা সম্পন্ন না হওয়ায় ক্ষতিও কম হয়েছে। তবে সন্দেহের তালিকা থেকে বাড়ির মালিক ও তার পরিবারকেও বাইরে রাখা হচ্ছে না বলে পুলিশ সূত্রে জানা গিয়েছেয নিজেরাই কোনও উদ্দে্শ্যে বোমা মজুত রেখেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top