ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক

ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঝালদায়

ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক।  পুরুলিয়া জেলার ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক প্রদীপ কর্মকার। হাতে মাত্র দুইদিন,তারপরেই ছট পুজো। তাই নিজের ওয়ার্ডের ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন ঝালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক প্রদীপ কর্মকার।

 

তিনি জানান যে হেতু তাঁর এলাকা ঝালদা পৌরসভার ৮নং ওয়ার্ড। সেজন্য বাঁধাঘাটে পুরো ঝালদা শহরের ছট ভক্তরা আসেন ওর্গি দিতে মাথায় সুপ নিয়ে। তাইজন্য যাতে তাদের কোনোরকম অসুবিধা না হয় সেব্যবস্থা খতিয়ে দেখলেন।

 

আর ও পড়ুন  কেন্দ্র বন্ধ করলেও রাজ্য সরকারের বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু থাকবে, জানালেন খাদ্যমন্ত্রী

 

করোনা আবহে যাতে সামাজিক দূরত্ব থাকে তার জন্য নতুন করে আরও কয়েকটি ছট ঘাট করা হয়েছে ।
এবং করোনা আবহে যে সকল গাইডলাইন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেগুলিকে প্রাধান্য দিয়ে যাতে সকলের ছট পূজা সম্পপন হয় তারজন্যেই ছট ঘট পরিদর্শন বলেও জানান তিনি। সেইমতো তাড়াতাড়ি ঘাট পরিষ্কার করার কাজও শুরু হয়।

 

উল্লেখ্য, ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক।  পুরুলিয়া জেলার ঝালদায় ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন প্রাক্তন পৌর প্রশাসক প্রদীপ কর্মকার। হাতে মাত্র দুইদিন,তারপরেই ছট পুজো। তাই নিজের ওয়ার্ডের ছটপুজোর ঘাট খতিয়ে দেখলেন ঝালদা পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক প্রদীপ কর্মকার।

 

তিনি জানান যে হেতু তাঁর এলাকা ঝালদা পৌরসভার ৮নং ওয়ার্ড। সেজন্য বাঁধাঘাটে পুরো ঝালদা শহরের ছট ভক্তরা আসেন ওর্গি দিতে মাথায় সুপ নিয়ে। তাইজন্য যাতে তাদের কোনোরকম অসুবিধা না হয় সেব্যবস্থা খতিয়ে দেখলেন।

 

করোনা আবহে যাতে সামাজিক দূরত্ব থাকে তার জন্য নতুন করে আরও কয়েকটি ছট ঘাট করা হয়েছে । এবং করোনা আবহে যে সকল গাইডলাইন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেগুলিকে প্রাধান্য দিয়ে যাতে সকলের ছট পূজা সম্পপন হয় তারজন্যেই ছট ঘট পরিদর্শন বলেও জানান তিনি। সেইমতো তাড়াতাড়ি ঘাট পরিষ্কার করার কাজও শুরু হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top