একটানা প্রবল বৃষ্টিতে ফের বিধ্বস্ত চেন্নাই নগরী । টানা বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। ভারত থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে। টানা বৃষ্টিতে একেবারে প্লাবনের মুখে রাজধানী চেন্নাই-সহ তিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু, কাঞ্চিপুরম। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট্টু জেলায় জলমগ্ন পরিস্থিতি ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে৷
আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে তামিলনাড়ুর। ইতিমধ্যেই চেন্নাই সহ ৪ জেলা জলমগ্ন হয়ে পড়েছে। যে হারে বৃষ্টি বাড়ছে সেই পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন দু’দিনের জন্য স্কুল কলেজ বন্ধের কথা ঘোষণা করেছেন। শনিবার রাতে রেকর্ড বৃষ্টিতে ভেসেছে চেন্নাই।
২০১৫ এর পর এমন বর্ষণ দেখল দক্ষিণী এই শহর। শুক্রবার রাত ৮.৩০ থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত টানা তুমুল বৃষ্টি হয়েছে। ফলে নিচু এলাকায় জল জমতে শুরু করে দিয়েছে। জল ঢুকেছে বাড়িঘরেও। সে রাজ্যের পরিস্থিতি এতটাই জটিল যে, বেসরকারি অফিসের কর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বাড়ি থেকে কাজ করেন।
তেমন হলে বেসরকারি সংস্থাকে ছুটি ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, তামিলনাড়ু উপকূলের জেলাগুলিতে বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের কারণে মঙ্গলবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জেলায় অতিভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ।
আর ও পড়ুন সহকর্মীর ছোড়া গুলিতে ছত্তিশগড়ে মৃত্যু হল চার জওয়ানের
এদিকে বাঁধগুলিতেও জলের চাপ বাড়তে থাকায় খুলতে হয়েছে লকগেট। ফলে প্লাবনের আশঙ্কাও দেখা গিয়েছে৷ জলের তলায় চলে গিয়েছে চেন্নাইয়ের বিখ্যাত মেরিনা বিচ। টানা বৃষ্টির কারণে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্যের পরিবহণ ব্যবস্থা। কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট্টু জেলায় বন্যার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদী তামিলনাড়ুবাসীকে সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জলের তলায় রয়েছে কোরাট্টুর, পশ্চিম মামবালাম ও তেনামপেট এলাকা।
তামিলনাড়ুর উপকূলবর্তী জেলাগুলিতে ১০ ও ১১ তারিখ লাল সতর্কতা জারি করা হয়েছে। দুর্গতদের জন্য ত্রাণ ও ওষুধ পৌঁছে দেওয়া এবং তাঁদের নিরাপদ স্থানে সরানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করতে ডিএমকে সাংসদ, বিধায়ক ও স্থানীয় প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এম কে স্তালিন ৷ কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দল।
উল্লেখ্য, একটানা প্রবল বৃষ্টিতে ফের বিধ্বস্ত চেন্নাই নগরী । টানা বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। ভারত থেকে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি চলছে দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে। টানা বৃষ্টিতে একেবারে প্লাবনের মুখে রাজধানী চেন্নাই-সহ তিরুভাল্লুর, চেঙ্গালাপাট্টু, কাঞ্চিপুরম। চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গালপাট্টু জেলায় জলমগ্ন পরিস্থিতি ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে৷ আগামী তিন দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে তামিলনাড়ুর।
ইতিমধ্যেই চেন্নাই সহ ৪ জেলা জলমগ্ন হয়ে পড়েছে। যে হারে বৃষ্টি বাড়ছে সেই পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্তালিন দু’দিনের জন্য স্কুল কলেজ বন্ধের কথা ঘোষণা করেছেন। শনিবার রাতে রেকর্ড বৃষ্টিতে ভেসেছে চেন্নাই। ২০১৫ এর পর এমন বর্ষণ দেখল দক্ষিণী এই শহর।
শুক্রবার রাত ৮.৩০ থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত টানা তুমুল বৃষ্টি হয়েছে। ফলে নিচু এলাকায় জল জমতে শুরু করে দিয়েছে। জল ঢুকেছে বাড়িঘরেও। সে রাজ্যের পরিস্থিতি এতটাই জটিল যে, বেসরকারি অফিসের কর্মীদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন বাড়ি থেকে কাজ করেন।