দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সফল পাকিস্তান, দাবি ইমরানের। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ জারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। তবে তা নিয়ন্ত্রণে অন্যান্য দেশের চেয়ে পাকিস্তান সফল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি ও লকডাউনের কারণে বিশ্বের বেশিরভাগ দেশে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। কিন্তু মাশা আল্লাহ, পাকিস্তান অন্যান্য দেশের চেয়ে অনেক দক্ষভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র মুজাম্মিল আসলামের একটি ভিডিও ক্লিপও শেয়ার করেছেন ইমরান খান।
সেখানে মুজাম্মিল আসলাম বলেছেন, পাকিস্তানের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় আছে- এমন ধারণা ভিত্তিহীন। তবে ভিডিও ক্লিপে আসলাম স্বীকার করেছেন, পেট্রোলিয়াম, গ্যাস ও ভোজ্যতেলের দামের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
এদিকে, পাকিস্তানের বিরোধীদলগুলোর জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) গত শুক্রবার সরকারবিরোধী আন্দোলনের ডাক দিয়েছে। পিডিএমের এবারের আন্দোলনের প্রধান ইস্যু- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আর্থিক দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা। পিডিএমের আন্দোলনের প্রস্তুতি গ্রহণের মধ্যেই টুইটারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বার্তা দিলেন ইমরান খান।
আর ও পড়ুন বিশ্বজুড়ে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে
উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি চরম অর্থনীতির সংকটে ভুগছে পাকিস্তান। তাঁদের বিদেশি মুদ্রা ভাণ্ডার নেই বললেই চলে। আর এর মধ্যে কদিন আগে সৌদি আরবের সফরে যাওয়া ইমরান খান সেই দেশ থেকে বড়সড় ঋণ আনতে সক্ষম হয়েছেন।
বিশ্লেষকদের দাবি, সৌদির ঋণের টাকাতেই ইমরান খান দেশে সাবসিডির ঘোষণা করেছেন। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে লকডাউন ও অন্যান্য বিধিনিষেধ জারির কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। তবে তা নিয়ন্ত্রণে অন্যান্য দেশের চেয়ে পাকিস্তান সফল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।