নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পুনম পাণ্ডের স্বামী

নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পুনম পাণ্ডের স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
স্বামী

নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পুনম পাণ্ডের স্বামী স্যাম বোম্বে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। স্বামী তাঁর উপর অত্যাচার করছেন, এই মর্মে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী, যার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় স্যামকে। সোমবার স্যামকে আদালতে তোলা হলে আদালত তাঁকে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়। স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই হাসপাতালে ভর্তি হন পুনম।

 

তার মাথায়, চোখে এবং মুখে চোট লেগেছে বলে জানা গেছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপভাবে আঘাত পেয়েছেন।’

 

দু বছর লিভ ইন সম্পর্কে থাকার পর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর স্যামের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পুনম। কিন্তু বিয়ের পর ১২ দিন কাটতে না কাটতেই দু’জনের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। এমনকী গার্হস্থ্য হিংসার অভিযোগ নিয়ে পুলিসেরও দ্বারস্থ হন অভিনেত্রী, যার জেরে চাঞ্চল্য ছড়ায় বলিউডে। এরপরেই গোয়া পুলিস গ্রেফতার করে স্যামকে। পরে জামিনে মুক্তি পান তিনি।

 

তবে স্যাম জামিন পাওয়ার পরই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান পুনম। যাকে জেল অবধি টেনে নিয়ে গিয়েছিলেন, তার পক্ষেই কথা বলতে শোনা যায় তাকে। পুনম বলেছিলেন, ‘স্যামকে তিনি খুবই ভালবাসেন। সহজ প্রশ্ন রেখেছিলেন, কোন বিয়েতে ওঠাপড়া থাকে না বলুন তো?’

 

আর ও পড়ুন     টিভিতে ইতিহাস গড়ল ভারত–পাকিস্তান ম্যাচ

 

সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই আবারও স্বামীর নামে অভিযোগ নিয়ে পুলিসের দ্বারস্থ হলেন অভিনেত্রী। আবারও গ্রেফতার করা হল স্যামকে। সম্প্রতি রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি মামলায় নাম জড়ানোর ফলে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অভিনেত্রী।

 

তাঁর দাবি, রাজ তাঁকে জোর করে ভয় দেখিয়ে পর্ন-ছবিতে অভিনয় করতে রাজি করিয়েছিলেন। তাঁকে দিয়ে রাজনীতি চুক্তিপত্রে সই করান বলে জানিয়েছিলেন অভিনেত্রী। সেই চুক্তি অনুযায়ী রাজ ও তাঁর সংস্থার কথা মতো সাজতে, পোজ দিতে এবং শ্যুটিং করতে বাধ্য ছিলেন তিনি।

 

উল্লেখ্য, নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার পুনম পাণ্ডের স্বামী স্যাম বোম্বে। স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। স্বামী তাঁর উপর অত্যাচার করছেন, এই মর্মে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী, যার ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় স্যামকে। সোমবার স্যামকে আদালতে তোলা হলে আদালত তাঁকে তিন দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয়। স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরই হাসপাতালে ভর্তি হন পুনম।

 

তার মাথায়, চোখে এবং মুখে চোট লেগেছে বলে জানা গেছে। মুম্বাই পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপভাবে আঘাত পেয়েছেন।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top