মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ

মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রকাশ্যে তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্বে হামলায় আহত হন খোদ মন্ত্রী, নয়াজামানা:-পূর্ব বর্ধমানের দুর্ঘটনায় মৃত্যু হওয়া মুর্শিদাবাদের পাঁচ সদস্যের বাড়িতে যেতেই গ্রামবাসীদের তাড়া খেলেন স্বয়ং মন্ত্রীসহ এলাকার বিধায়ক ও তৃণমূল নেতৃত্ব। এমনই চাঞ্চল্যকর ঘটনা বুধবার মুর্শিদাবাদের বড়ঞা থানার সৌজপাড়া গ্রামে ঘটে। জানা গেছে ,গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পূর্ব বর্ধমান এ দুর্ঘটনার শিকার হয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয় দুঘটনাস্থলে। আর সেই ঘটনার জন্য মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ও আশ্বাস যোগাতে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক পীড়িতদের ২ লক্ষ টাকা তুলে দিতে এদিন মৃতদের বাড়িতে যান প্রতি মন্ত্রী সুব্রত সাহা ও বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সহ তৃণমূল নেতৃত্ব। তবে এদিন গ্রামে ঢোকার আগেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তৃণমূল মন্ত্রীসহ স্থানীয় বিধায়ক ও নেতৃত্বদের কার্যত গ্রাম থেকে তাড়া করে। বিক্ষোভ দেখাতে শুরু করে। ভাঙচুর করে মন্ত্রী ও বিধায়কের গাড়ী৷ গুরুতর আঘাত পান মন্ত্রী। বিধায়ক বড়ঞা থানায় ব্লক সভাপতি গোলাম মুর্শেদ (জজ) ও যুব সভাপতি মাহে আলমের নামে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে দলীয় স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, জানালেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। আগামী ১৭ নভেম্বর মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী মঞ্চে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

গতকাল বিধানসভায় তিনি এই সভা হওয়ার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দলীয় স্তরের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস ও স্বয়ং মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।

 

সে বিষয়ে বুধবার মাইকেল নগর এর বাস ভবনে সাংবাদিক সম্মুখে তিনি জানালেন, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন মধ্যমগ্রামে প্রশাসনিক স্তরে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক তিনি করবেন। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে যেহেতু বৈঠক হবে, সেহেতু নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করার তা দলীয় স্তরে আমরা করছি।

 

আর ও পড়ুন    কৃষ্ণনগরের প্রাচীন ঐতিহ্য সাংয়ের দাবিতে পথ অবরোধ

 

প্রশাসনিক স্তরে মুখ্যমন্ত্রী সভা করবেন, সেই সমস্ত দিক অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপারমেন্ট দেখবে। দীর্ঘদিন পর নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে আসছেন এবং জেলার প্রশাসনিক সভা মধ্যমগ্রামের নজরুল হলে হচ্ছে, সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দলীয় স্তরের পাশাপাশি মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক হিসেবেও প্রস্তুতি নিচ্ছি, যাতে দিদি সমাদৃত হন সবার কাছে।

 

উল্লেখ্য, মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে কী বললেন রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা নিয়ে দলীয় স্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, জানালেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ। আগামী ১৭ নভেম্বর মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী মঞ্চে উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভায় তিনি এই সভা হওয়ার কথা জানিয়েছেন।

 

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দলীয় স্তরের সমস্ত রকম ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হয়েছে মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস ও স্বয়ং মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।  সে বিষয়ে বুধবার মাইকেল নগর এর বাস ভবনে সাংবাদিক সম্মুখে তিনি জানালেন, গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন মধ্যমগ্রামে প্রশাসনিক স্তরে অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক তিনি করবেন। মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রে যেহেতু বৈঠক হবে, সেহেতু নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত এবং প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করার তা দলীয় স্তরে আমরা করছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top