এই বছরের জগদ্ধাত্রী পুজোর নির্ঘণ্ট জেনে নিন

এই বছরের জগদ্ধাত্রী পুজোর নির্ঘণ্ট জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তেঁতুলতলার

এই বছরের জগদ্ধাত্রী পুজোর নির্ঘণ্ট জেনে নিন। আর হাতে গোনা কয়েকটা দিন পরেই শুরু হবে বাঙালির আরও এক বড় উৎসব। কার্তিক মাসের শুক্ল নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো। দুই প্রথায় এই পুজো করার প্রচলন আছে। কেউ পুজো করেন সপ্তমী থেকে নবমী, আবার অনেকে নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করেন।  দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পরই সকলে অপেক্ষা করে থাকেন, জগদ্ধাত্রী পুজোর । পার্বতীরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী ।

 

জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী। উপনিষদ অনুযায়ী, দেবাসুরের যুদ্ধে দেবতাদের জয়ের পর, তাঁরা অহংকারী হয়ে ওঠেন। তাঁদের অহং, নিবৃত্তির জন্যই আবির্ভূত হন ত্রিনয়নী দেবী জগদ্ধাত্রী। চতুর্ভুজা এই দেবীর চার হাতে থাকে, শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। দেবীর দুর্গার  মতো জগদ্ধাত্রীর বাহনও সিংহ।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ২৫ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ১১ নভেম্বর, বৃহস্পতিবার।

সময়– সকাল ৬টা ৫১ মিনিট।

অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২৬ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ১২ নভেম্বর, শুক্রবার।

সময়– সকাল ৫টা ৫৫ মিনিট। সকাল ৫টা ৫৬ মিনিট হইতে নবমী শুরু।

সকাল ৫টা ৫২ মিনিট গতে সকাল ৯টা ৩১ মিনিট মধ্যে। কিন্তু বারবেলানুরধে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে নবমী বিহিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা।

নবমী তিথি শেষ ও দশমী তিথি আরম্ভ–

বাংলা– ২৭ কার্তিক, শনিবার।

ইংরেজি– ১৩ নভেম্বর, শনিবার।

সময়– সকাল ৫টা ৫৪ মিনিট। সকাল ৫ টা ৫৫ মিনিট থেকে দশমী তিথি শুরু।

সকাল ৯টা ৩১ মিনিট মধ্যে শ্রী শ্রী জগদ্ধাত্রী দেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৮ কার্তিক, রবিবার।

ইংরেজি– ১৪ নভেম্বর, রবিবার।

সময়– সকাল ৫টা ৫৫ মিনিট।

আরও পড়ুন

বাস্তু মতে বাড়ির প্রধান দরজা কেন গুরুত্বপূর্ণ

 

আর ও  পড়ুন  জগদ্ধাত্রী পূজার ভোগে বানিয়ে ফেলুন বাসন্তী পোলাও ও দই পোয়া

 

 

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ২৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ১১ নভেম্বর, বৃহস্পতিবার।

সময়– বেলা ১২টা ১ মিনিট ৫৩ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ ও নবমী তিথি শুরু–

বাংলা– ২৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি– ১২ নভেম্বর, শুক্রবার।

সময়– সকাল ১০টা ৩৪ মিনিট ৪৫ সেকেন্ড। সকাল ১০টা ৩৪ মিনিট ৪৬ সেকেন্ড থেকে নবমী তিথি শুরু।

নবমী তিথি শেষ ও দশমী তিথি শুরু–

বাংলা– ২৬ কার্তিক, শনিবার।

ইংরেজি– ১৩ নভেম্বর, শনিবার।

সময়– সকাল ৯টা ৩১ মিনিট ১১ সেকেন্ড। সকাল ৯টা ৩১ মিনিট ১২ সেকেন্ড থেকে দশমী তিথি শুরু।

দশমী তিথি শেষ–

বাংলা– ২৭ কার্তিক, রবিবার।

ইংরেজি– ১৪ নভেম্বর, রবিবার।

সময়– সকাল ৮টা ৫৪ মিনিট ৪২ সেকেন্ড।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top