আলিপুর চিড়িয়াখানার হায়না’কে দত্তক নিলেন এক পুলিশকর্তা

আলিপুর চিড়িয়াখানার হায়না’কে দত্তক নিলেন এক পুলিশকর্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আলিপুর

আলিপুর চিড়িয়াখানার হায়না’কে দত্তক নিলেন এক পুলিশকর্তা।   পশুপাখিদের প্রতি আকর্ষণ এবং ভালবাসা থেকে অনেকেই এদের দত্তক নিয়ে থাকেন।  আলিপুর চিড়িয়াখানাতেও বন্যপ্রাণী পশুপাখিদের দত্তক নেওয়ার ব্যবস্থা রয়েছে। যে কেউ এক মাসের জন্য অথবা এক বছরের জন্যও চিড়িয়াখানার পশুপাখিদের দত্তক নিতে পারেন। পশুপাখিদের প্রতি মানুষের ভালবাসা ও আগ্রহ বাড়াতে এদের দত্তক নিতে আলিপুর চিড়িয়াখানা থেকে এবিষয়ে সচেতনও করা হয়েছে বারবার।

 

এবার এই কাজে এগিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) দ্যুতিমান ভট্টাচার্য। চিড়িয়াখানার একটি ‘স্ট্রাইপড হায়না’ এক বছরের জন্য ১৫ হাজার টাকায় তিনি দত্তক নিয়েছেন। এবিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “আমি এবং আমার পরিবার গাছপালা, পশুপাখি ভালোবাসি। যতটা সম্ভব এই নিয়ে বিভিন্ন কাজও করি।

 

বিভিন্ন কর্মসূচিতেও যাই। আলিপুর চিড়িয়াখানার পশুপাখিদের দত্তক নেওয়া যায় এটা জানার পর আমি নিজে উদ্যোগ নিই। ওনাদের সঙ্গে যোগাযোগ করি। এক বছরের জন্য একটি ‘স্ট্রাইপড হায়না’ দত্তক নিই। ভবিষ্যতেও আরও কিছু করার পরিকল্পনা রয়েছে আমার।” অন্যদিকে, এবিষয়ে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিসকুমার সামন্ত বলেন, “অনেকেই চিড়িয়াখানার পশুপাখি দত্তক নেন।

 

আর ও  পড়ুন  বোমাতঙ্ক ছড়ালো কাটোয়া রেল স্টেশনে 

 

হাওড়া সিটি পুলিশের ডিসিপি হেড কোয়ার্টার দ্যুতিমানবাবু নিজেও এগিয়ে এসেছেন। আমরা আশাবাদী ওনাকে দেখে আরও সাধারণ মানুষ আগামী দিনে উৎসাহিত হয়ে পশুপাখি দত্তক নিতে এগিয়ে আসবেন। আমরা ওনাকে এজন্য অভিনন্দন জানিয়েছি। উনি ‘স্টাইপড হায়না’টিকে এক বছরের জন্য দত্তক নিয়েছেন। এক মাসের জন্যও কেউ পশুপাখি দত্তক নিতে পারেন।

 

গত সেপ্টেম্বর থেকে সেটা চালু করা হয়েছে। এতে টাকার পরিমাণ কম হয়। এতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এগিয়ে আসছে। কোনও পশুপাখি কেউ দত্তক নিলে সেই টাকায় পশুপাখিদের ফুড ও মেডিসিনের ক্ষেত্রে আমাদেরও অনেকটাই সাপোর্ট দেয়। এই কারণেই আমরাও সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে সচেতনতা গড়ে তুলতে চাই

 

উল্লেখ্য, আলিপুর চিড়িয়াখানার হায়না’কে দত্তক নিলেন এক পুলিশকর্তা।   পশুপাখিদের প্রতি আকর্ষণ এবং ভালবাসা থেকে অনেকেই এদের দত্তক নিয়ে থাকেন।  আলিপুর চিড়িয়াখানাতেও বন্যপ্রাণী পশুপাখিদের দত্তক নেওয়ার ব্যবস্থা রয়েছে। যে কেউ এক মাসের জন্য অথবা এক বছরের জন্যও চিড়িয়াখানার পশুপাখিদের দত্তক নিতে পারেন। পশুপাখিদের প্রতি মানুষের ভালবাসা ও আগ্রহ বাড়াতে এদের দত্তক নিতে আলিপুর চিড়িয়াখানা থেকে এবিষয়ে সচেতনও করা হয়েছে বারবার।

 

এবার এই কাজে এগিয়ে এলেন হাওড়া সিটি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) দ্যুতিমান ভট্টাচার্য। চিড়িয়াখানার একটি ‘স্ট্রাইপড হায়না’ এক বছরের জন্য ১৫ হাজার টাকায় তিনি দত্তক নিয়েছেন। এবিষয়ে হাওড়া সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, “আমি এবং আমার পরিবার গাছপালা, পশুপাখি ভালোবাসি। যতটা সম্ভব এই নিয়ে বিভিন্ন কাজও করি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top