মেদিনীপুরে অগ্নিকন্যা ক্লাবের এবারের চমক যোধপুরের রাজপ্রাসাদ

মেদিনীপুরে অগ্নিকন্যা ক্লাবের এবারের চমক যোধপুরের রাজপ্রাসাদ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অগ্নিকন্যা

মেদিনীপুরে অগ্নিকন্যা ক্লাবের এবারের চমক যোধপুরের রাজপ্রাসাদ । জগদ্ধাত্রী পুজোয় মেদিনীপুরের জনপদ সেজে উঠেছে বাহারি আলোয়। রয়েছে থিমের মণ্ডপ, সাবেকি প্রতিমা, চোখ ধাঁধানো আলোকসজ্জা- সবকিছুই। এ বার সর্বজনীন পুজোর সংখ্যা বেড়েছে। মেদিনীপুরের পুর-প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সৌমেন খান বলছেন, ‘‘মেদিনীপুর শহরও জগদ্ধাত্রী পুজোয় মেতেছে। সেজে উঠছে নানা রঙের আলোয়।’’

 

মেদিনীপুর ও তার আশেপাশের প্রচুর মানুষ প্রতি বছর জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় জমান এই শহরে। এক সময়ে নবমীর দিনেই পুজো হত। এখন অবশ্য অনেক পুজো ষষ্ঠী থেকেই হয়।এইরকমই মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর ১১ তম বর্ষে পদার্পণ করেছে।

 

মন্ডপ বানানো হয়েছে যোধপুরের রাজপ্রাসাদের আদলে ।রয়েছে নানা রকম কারুকাজ। টেরাকোটার ধাঁচের। পুজোর উদ্যোক্তা প্রসেনজিৎ চক্রবর্তী বলেন শহর ও শহরতলী থেকে বহু মানুষ আসবেন এই প্রাসাদ ও প্রতিমা দেখতে। যোধপুরের অন্যতম আকর্ষণ উমেদ প্রাসাদ ।তারই অনুকরণে মণ্ডপ হয়েছে। যা এবার চমকে দিয়েছে।তাই বৃহস্পতিবার দিন থেকে ওই পুজো মন্ডপ ও প্রতিমা দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ছে। মেদিনীপুর শহরের জগদ্ধাত্রী পুজো গুলির মধ্যে অন্যতম হলো অগ্নিকন্যা ক্লাবের জগদ্ধাত্রী পুজো। ওই পুজো কমিটির অন্যতম সদস্য বুদ্ধ মন্ডল বলেন করোনার সুরক্ষা বিধি মেনেই জগদ্ধাত্রী পুজোর সব কিছুই আয়োজন করা হয়েছে।

 

আর ও পড়ুন    আফগানিস্তানে মসজিদে ফের বোমা হামলা

 

মন্ডপের ভিতরের পরিসর বড় করে রাখা হয়েছে।পুজো মন্ডপে আসা সকলকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানানো হয়েছে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা সেজে উঠেছে বাহারি আলোয়। মেদিনীপুর শহরে রয়েছে থিমের মন্ডপ, সাবেকি প্রতিমা, দেখার মতো আলোকসজ্জা।

 

সব কিছু দেখার মত বলে পূজা কমিটির উদ্যোক্তারা জানান ।মেদিনীপুর শহরে একাধিক জগদ্ধাত্রী পূজার আয়োজন করেছেন বিভিন্ন পূজা কমিটি ।তাই জগদ্ধাত্রী পূজা কে কেন্দ্র করে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। তবে জগদ্ধাত্রী পূজা কে কেন্দ্র করে মেদিনীপুর শহরে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই মেদিনীপুর শহরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top