আফগানিস্তানে মসজিদে ফের বোমা হামলা । আফগানিস্তানের নঙ্গরহর প্রদেশের স্পিন ঘর জেলায় শুক্রবার জুমার নামাজের সময় বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, নামাজ পড়তে মুসল্লিরা জড়ো হওয়ার পরই এ বিস্ফোরণ ঘটে। শুক্রবার স্পিন ঘর জেলায় মসজিদের ভেতরে জুমার নামাজ চলাকালে ওই হামলা হয়েছে।’
নঙ্গরহর প্রদেশিক সরকারের মুখপাত্র ক্বারি হানিফের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানায়, বোমাটি মসজিদের ভেতরে আগে থেকে পুঁতে রাখা হয়েছিল বলে মনে হচ্ছে। হামলার দায় কেউ স্বীকার করেনি।স্থানীয় বাসিন্দা অতল শিনওয়ারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক মসজিদের ভেতরেই ছিল বলে প্রতীয়মান হয়েছে। আরেক বাসিন্দাও একই কথা বলেছেন।
আর ও পড়ুন নিখিলকে কটাক্ষ করে কী বললেন নুসরত? জানুন
স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানরা। এর পর থেকে দেশটিতে একাধিকবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়। এসব হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স)। বিশেষ করে আফগানিস্তানে শিয়া মুসলিমদের মসজিদগুলো লক্ষ্য করে এসব হামলার ঘটনা বেশি ঘটছে।
উল্লেখ্য, আফগানিস্তানে মসজিদে ফের বোমা হামলা । আফগানিস্তানের নঙ্গরহর প্রদেশের স্পিন ঘর জেলায় শুক্রবার জুমার নামাজের সময় বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। জানা গিয়েছে, নামাজ পড়তে মুসল্লিরা জড়ো হওয়ার পরই এ বিস্ফোরণ ঘটে। শুক্রবার স্পিন ঘর জেলায় মসজিদের ভেতরে জুমার নামাজ চলাকালে ওই হামলা হয়েছে।’ নঙ্গরহর প্রদেশিক সরকারের মুখপাত্র ক্বারি হানিফের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানায়, বোমাটি মসজিদের ভেতরে আগে থেকে পুঁতে রাখা হয়েছিল বলে মনে হচ্ছে।
হামলার দায় কেউ স্বীকার করেনি।স্থানীয় বাসিন্দা অতল শিনওয়ারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্থানীয় সময় বেলা দেড়টার দিকে। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানরা।
এর পর থেকে দেশটিতে একাধিকবার বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়। এসব হামলার দায় স্বীকার করেছে আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স)। বিশেষ করে আফগানিস্তানে শিয়া মুসলিমদের মসজিদগুলো লক্ষ্য করে এসব হামলার ঘটনা বেশি ঘটছে