রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দৈনিক

রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ফের উদ্বেগ বাড়িয়ে   গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়েছেন ৮১৯ জন। যার ফলে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা।

 

শুক্রবার রাজ্যের জারি করা কোভিড বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১১৩ জনের। যেখানে পজিটিভিটি রেট ২.০৯ শতাংশ। এদিকে জেলাওয়ারি হিসেবে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। নতুন করে আক্রান্তের সংখ্যা ২৩৩। এরপর উত্তর ২৪ পরগনা।

 

সেখানে নতুন করে সংক্রমিত হয়েছে ১৪৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬, হুগলিতে ৭২। মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা। এই দুই জেলায় মৃতের সংখ্যা যথাক্রমে পাঁচ ও চার।

 

আর ও  পড়ুন     মাত্র চার ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যাবে পুরী 

 

রাজ্যে দেখা যাচ্ছে পুজোর পর থেকেই ধীরে ধীরে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে জগদ্ধাত্রী পুজোতেও করোনাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। এই পরিস্থিতিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগ বাড়লো।

 

উল্লেখ্য, রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ফের উদ্বেগ বাড়িয়ে   গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬০ জন। রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। সুস্থ হয়েছেন ৮১৯ জন। যার ফলে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। শুক্রবার রাজ্যের জারি করা কোভিড বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮ হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪১ হাজার ১১৩ জনের। যেখানে পজিটিভিটি রেট ২.০৯ শতাংশ। এদিকে জেলাওয়ারি হিসেবে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। নতুন করে আক্রান্তের সংখ্যা ২৩৩। এরপর উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে সংক্রমিত হয়েছে ১৪৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৬, হুগলিতে ৭২।

 

মৃত্যুর নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা। এই দুই জেলায় মৃতের সংখ্যা যথাক্রমে পাঁচ ও চার। রাজ্যে দেখা যাচ্ছে পুজোর পর থেকেই ধীরে ধীরে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে জগদ্ধাত্রী পুজোতেও করোনাবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

 

এদিকে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। এই পরিস্থিতিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগ বাড়লো।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top