Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ISF in Nowsad's neighborhood and The join Trinamool

নওসাদের পাড়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ

নওসাদের পাড়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পাড়ায়

নওসাদের পাড়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে নমিনেশন দিতে যেতে পারবে না খাম! বিতর্কিত মন্তব্য প্রধানের। আবারও ধাক্কা খেল ভাইজানের দল।কয়েকদিন আগে ভাঙড়ে জলসা করতে এসে সভাস্থল পর্যন্ত যেতেই পারেননি ভাইজান আব্বাস সিদ্দিকি।

 

আর এবার ছোট ভাইজান নওসাদ সিদ্দিকির বাড়ির কাছেই তাঁর অনুগামীদের তৃণমূলে যোগদান করিয়ে জোড়া ধাক্কা দিলেন ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের  মাঝেরহাট গ্রামের যে পাড়াতে বাড়ি ভাড়া নিয়েছেন নওসাদ শুক্রবার সেই পাড়াতেই আরাবুলের হাত ধরে শতাধিক আই এস এফ কর্মী তৃণমূলে যোগদান।ফলে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভাঙড়ের যে রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করেছিল এবার তার উলটপূরাণ শুরু হয়ে গেছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

 

এদিনের এই সভা থেকে থেকে আইএসএফকে দুর্বল করার অভিপ্রায় দেখা গিয়েছে বক্তাদের বক্তব্যে।। ভোগালি ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মোদাসসের হোসেন বক্তব্য রাখতে গিয়ে বলেন,যারা আইএসএফ করছে তাঁরা চলে এসো। আর যারা ভাবছে ২০২৩ এর পঞ্চায়েত ভোটে নমিনেশন দেবে আরাবুল ইসলাম বললে তাঁরা ফুলতলা পর্যন্ত পৌঁছাতে পারবে না। উল্লেখ্য ফুলতলা হল ভাঙড় ২ ব্লকের প্রবেশদ্বার।

 

তৃণমূল নেতার এমন বক্তব্যে শুরু হয়েছে জোর জল্পনা। পাশাপাশি আরাবুল পুত্র হাকিমূল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে জানান, নওসাদের বাড়ি ভাড়া দিয়েছে যে ভদ্রলোক তিনি সহ অনান্যরাও তৃণমূলে যোগদান করবে। নওসাদ সিদ্দিকী যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যোগদান কর্মসূচি হবে বলে জানান হাকিমূল।

 

এবারের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়েই শাসক দলের নেতা কর্মীরা দলে দলে বিজেপিতে যোগদান করেছিলেন।যদিও ভাঙড়ের ক্ষেত্রে শাসকদল ছেড়ে আই এস এফ বা সংযুক্তা মোর্চাতে নাম লিখিয়েছিলেন অসংখ্য নেতা কর্মী।

 

আর ও পড়ুন    জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ লাগলেন শুভেন্দু

 

তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠন হওয়ার পর আবার বিরোধী দলে যাওয়া নেতা কর্মীরাই শাসকদলে ফিরছেন। ভাঙড়ের শানপুকুর অঞ্চল থেকেই নওসাদ সাড়ে আট হাজার ভোটের লিড নিয়েছিলেন।যার অনেকটাই এসেছিল মাঝেরহাট গ্রাম থেকে।আই এস এফের শক্ত ঘাঁটি বলে পরিচিত মাঝেরহাট গ্রামেই বাড়ি ভাড়া নিয়ে নিজের বিধায়ক কার্যালয় চালাচ্ছেন নওসাদ।

 

যেখানে তৃণমূল বা প্রশাসনের প্রবেশ ছিল এক প্রকার নিষিদ্ধ।শুক্রবার নওসাদের সেইবাড়ির পাশেই সভামঞ্চ করে আই এস এফ নেতৃত্বকে নিজের দলে ভিড়িছেন আরাবুল।দলবদলুরা এলাকার উন্নয়ন দাবি করেই দলবদল করেছেন বলে জানিয়েছেন।আরাবুল ছাড়াও এদিন হাকিমুল ইসলাম, মোদাসের হোসেন, ইব্রাহিম মোল্লা উপস্থিত ছিলেন।

 

আরাবুল বলেন, কিছু মানুষ ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন।মাঝেরহাট গ্রামের মূল রাস্তা ও কয়েকটি ঢালাই রাস্তা দাবি করে ওরা তৃণমূলে যোগ দিয়েছে।ওরা বুঝতে পেরেছে ২০২৩ এর নির্বাচনে শুধু তৃণমূলই থাকবে, আর কেউ প্রার্থী দিতে পারবে না। ওঁদের দাবী আমরা পূরণ করে দেব।পাল্টা বিবৃতি দিয়ে নওসাদ বলেন ‘তৃণমূল কিছু বহিরাগত লোকজন কি দল বদলের নাটক করে ওই গ্রামে অশান্তি করতে চাইছে।আমরা কর্মীদের বলেছি মাথা ঠাণ্ডা রাখতে, কারও প্ররোচনায় পা না দিতে।‘

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top