সিবিআই গোয়েন্দাদের নজর কোচবিহার জেলায় পড়তেই কড়াকড়ি পুলিশের

সিবিআই গোয়েন্দাদের নজর কোচবিহার জেলায় পড়তেই কড়াকড়ি পুলিশের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সিবিআই

সিবিআই গোয়েন্দাদের নজর কোচবিহার জেলায় পড়তেই কড়াকড়ি পুলিশের । কয়লা কেলেঙ্কারি জড়িত চক্রদের বিরুদ্ধে অনেকদিন আগেই আদা  জল খেয়ে মাঠে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কয়লা সিন্ডিকেট রাজ চক্রের বেশকিছু পান্ডার হদিস পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সূত্র মাফিক, রাতের অন্ধকারে উত্তর-পূর্ব ভারতের অসম রাজ্যে থেকে কোচবিহার জেলার অসম- বাংলা সীমান্ত ৩১ নং জাতীয় সড়ক হয়ে আলিপুর জেলার বারোবিশা ধরে শিলিগুড়ি ও ডালখোলা পাচার হয়ে যাচ্ছে কয়লা।

 

সবকিছু জেনেও নীরব দর্শকের ভূমিকায় সেল ট্যাক্স ,পুলিশ, ও বিভিন্ন প্রশাসনিক কর্তারা। তবে গোয়েন্দাদের নজর কুচবিহার জেলা সহ উত্তর-পূর্ব ভারতে পড়তেই কড়াকড়ি ভূমিকায় কোচবিহার জেলা পুলিশ। অবৈধভাবে পাচারের আগে প্রচুর পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করল বক্সিরহাট থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হল ১৩ জনকে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, পরপর দু’দিন অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ সংকোশ নাকা চেকিং পয়েন্টে অসমের দিক থেকে আসা প্রথম দিন ৮টি ট্রাককে আটকায় ও দ্বিতীয় দিনে একটি ট্রাক আটক করে পুলিশ।

 

ট্রাকগুলিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ কয়লা বাজেয়াপ্ত করে। কিন্তু কয়লাগুলির কোনও বৈধ কাগজপত্র মোট ৯ টি ট্রাকের চালক ও তার সঙ্গীদের কাছে না থাকায় পুলিশ কয়লার সহ ট্রাকগুলিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে পুলিশ ট্রাকচালক সহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে।

 

আর ও পড়ুন    উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে শুয়োরের মড়ক লেগেছে

 

শুক্রবার ধৃতদের তুফানগঞ্জ মহকুমার আদালতে তোলা হলে এরমধ্যে ৭ জনকে আদালত ৫ দিনের জন্য পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। বাকিদের জেল হেপাজতে পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, কয়লাগুলিকে অসম থেকে শিলিগুড়ি ও ডালখোলার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচারের সঙ্গে বড় কোনও চক্র জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানাযায় রাত যত বাড়ে, অসম- বাংলা সীমান্ত  31 নং জাতীয় সড়ক ধরে আলিপুর জেলার বারোবিশা রোডে ট্রাকের সংখ্যাও বাড়তে থাকে। ত্রিপলে মোড়া ট্রাকের ভিতরে বোঝাই থাকে কয়লা। উত্তর-পূর্ব ভারত থেকে এ ভাবেই কোটি টাকার কয়লা অবৈধ ভাবে চালান হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বিহার সহ বেশ কিছু রাজ্যে। এই চোরাচালানের করিডর হিসেবে ব্যবহার করা হচ্ছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।

 

অভিযোগ, পুলিশ-সেলট্যাক্স চেকপোস্টের সামনে দিয়েই ওই ব্যবসা চললেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না। পুলিশ অবশ্য ওই অভিযোগ মানতে নারাজ। পুলিশের দাবি, অসম-বাংলার বক্সিরহাট সীমানায় কয়লার অবৈধ ব্যবসা বন্ধে কড়াকড়ি করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top