রেগে আগুন শিল্পা, কেন জানেন। আইনি ঝামেলা কিছুতেই পিছু ছাড়ছে না শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কু্ন্দ্রার। রাজ-শিল্পার নামে ফের FIR,পর্ন মামলায় জেরবার দম্পতির বিরুদ্ধে ১.৫১ কোটির প্রতারণার অভিযোগ। শনিবার বান্দ্রা পুলিস স্টেশনে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার নামে FIR দায়ের করেন নিতিন বরাই নামে এক ব্যক্তি। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিষোগ এনেছে ঐ ব্যক্তি। এই খবর সামনে আসার পরই মেজাজ হারান অভিনেতা শিল্পা শেট্টি। এদিন সোশ্যাল মিডিয়ায় এই অভিষোগের উত্তর দেন নায়িকা।
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রা মাস কয়েক আগেই জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন। মামলায় ক্লিনচিট পাননি শিল্পাও, এর মাঝেই ফের প্রতরণার অভিযোগ তারকা দম্পতির বিরুদ্ধে। চর্চিত ঘটনা অবশ্য বেশ পুরোনো। পুলিশি অভিযোগে নীতিন জানিয়েছেন, ২০১৪ সালে এসএফএল ফিটনেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর কাশিফ খান এবং শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা তাঁকে মোটা লাভের টোপ দিয়ে ১.৫১ কোটি টাকা বিনিয়োগের জন্য রাজি করায়।
ফিটনেস স্কিম থেকে মোটা টাকা লাভ হবে এমন আশ্বাস দেওয়া হয়েছিল নীতিনকে। কিন্তু সেই প্রোজেক্ট এগোয়নি দাবি অভিযোগকারীর। পরবর্তী সময়ে টাকা ফিরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন নীতিন। প্রতারণা-সহ একাধিক মামলায় রাজ-শিল্পার বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত।
এর উত্তরে শিল্পা লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম আমার আর রাজের নামে FIR দায়ের করা হয়েছে। আমি হতবাক। SFL ফিটনেসের মালিক কাসিফ খান। তার নামেই সমস্ত রাইট কেনা রয়েছে। তিনিই সারা ভারতে জিম খোলার রাইট কিনেছেন। তিনিই সমস্ত ডিল করেছেন এবং তাঁর কাছেই অন্যদের বিনোয়োগ করা টাকা আটকে রয়েছে। এই বিষয়ে আমরা কোনও আর্থিক লেনদেন সম্পর্কে জানি না।
আর ও পড়ুন গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হলো এই রাজ্যে
এমনকি এক টাকাও কারোর থেকে নিইনি। সমস্ত ফ্যাঞ্চাইসির ডিল .কাসিফ নিজেই করেছে। এমনকি এই কোম্পানি বন্ধও হয়ে গেছে ২০১৪ সালে।’তিনি আরও বলেন, ‘বিগত ২৮ বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট করে নিজের জায়গা করেছি। সেই সুনাম ও খ্যাতি নষ্ট হচ্ছে যা আমার কাছে খুবই বেদনাদায়ক। শুধুমাত্র সবার দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমাকে এই মামলায় টানা হচ্ছে। ভারতে একজন গর্বিত নাগরিক হিসেবে আমার অধিকার রক্ষা করা উচিত।’
উল্লেখ্য, চলতি বছর জুলাই মাসে পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। এরপর আর্থার রোড জেলে দীর্ঘ সময় বন্দি ছিলেন তিনি। অশ্লীল ভিডিয়ো চক্রের মাথা হিসাবে উঠে এসেছে রাজের নাম। সিনেমায় অভিনয়ের টোপ দিয়ে, কিন্তু আর্থিক পরিস্থিতির ফায়দা তুলে উঠতি মডেলদের দিয়ে অশ্লীল ভিডিয়ো শ্যুটের অভিযোগও রয়েছে রাজ কুন্দ্রার বিরুদ্ধে। রাজ কুন্দ্রার ফোন থেকে মিলেছে প্রায় ১০০টি পর্নোগ্রাফিক ভিডিয়ো, যেগুলি ৯ কোটি টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। গত ২০শে সেপ্টেম্বর জামিনে ছাড়া পান রাজ কুন্দ্রা।