অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী । রবিবার সন্ধ্যায় দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের লালদাস জোত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এক বাংলাদেশি যুবক। হাতিরাম গ্রামে ঐ যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক ।
এর পরেই স্থানীয় কয়েকজন যুবক ওই যুবককে তারা করে পাকড়াও করে। এরপর খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া পুলিশকে ।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে আটক করে। পুলিশ আটক হাওয়া ঐ যুবকের সাথে কথা বললে অসংগতি পায়। এর পর ঐ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁসিদেওয়া থানা নিয়ে আসা হয়।
ফাঁসিদেওয়া থানার পুলিশ জানিয়েছে আটক হওয়া ওই যুবক বাংলাদেশের বাসিন্দা, নাম আশরাফ আলী। বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা সে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে নেয় ।
আর ও পড়ুন দুটি ম্যাকাও পাখি সহ আটক এক কিশোর
পুলিশ জানিয়েছে , এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । ওই ব্যক্তি গোরু পাচার করতেই সীমান্তের কাঁটাতার পেরিয়ে এদেশে প্রবেশ করেছিল বলেই মনে করছে পুলিশ । সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।
উল্লেখ্য,অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার এক বাংলাদেশী । রবিবার সন্ধ্যায় দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের লালদাস জোত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এক বাংলাদেশি যুবক।
হাতিরাম গ্রামে ঐ যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক ।এর পরেই স্থানীয় কয়েকজন যুবক ওই যুবককে তারা করে পাকড়াও করে। এরপর খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া পুলিশকে ।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে আটক করে। পুলিশ আটক হাওয়া ঐ যুবকের সাথে কথা বললে অসংগতি পায়। এর পর ঐ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ফাঁসিদেওয়া থানা নিয়ে আসা হয়।