সুন্দরবনে নৌকা ও লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা, কি সেই সমস্যা ? প্রতিবছরই শীত আসলেই পর্যটকদের ঢল নামে সুন্দরবনে। নদীতে লঞ্চ বা নৌকায় চেপে জঙ্গল দেখার মজাই আলাদা। সঙ্গে যদি বাঘের দর্শন পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। তবে এবার কিন্তু পরিস্থিতি অন্য। প্রশাসনের কড়া সুরক্ষা বিধির গেরোয় আটকে পর্যটকদের নিয়ে জলে ভাসতে পারছে না অধিকাংশ লঞ্চ কিংবা নৌকা।
লঞ্চ বা নৌকাডুবির মতো ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে সুন্দরবনে। তাই লঞ্চ বা নৌকার ফিটনেস সার্টিফিকেট ও বিমা বাধ্যতামূলক করা হয়েছে সুন্দরবন জেলা পুলিশের তরফে। অতিরিক্ত যাত্রী বহন করা, অপর্যাপ্ত লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চাইছে জেলা পুলিশ। আর তাই যে সমস্ত লঞ্চ ও নৌকার ফিটনেস সার্টিফিকেট ও বিমা নেই, সেগুলিকে জলে নামার অনুমতি দেওয়া হচ্ছে না।
একই নিয়মের জেরে ফ্রেজারগঞ্জের অধিকাংশ লঞ্চ আর নৌকা এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। অর্থসঙ্কটে পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত পরিবারগুলি। লঞ্চ ও নৌকা মালিকরা এতদিন দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের অনুমতি নিতেন। আচমকা নিয়ম বদল হওয়ায় সমস্যায় তাঁরা।
আর ও পড়ুন শিলিগুড়িতে কংগ্রেসেই ভরসা বামেদের, কেন?
মালিকদের মতে, বিমা করাতে সমস্যা নেই। কিন্তু ফিট সার্টিফিকেট জোগাড় করতে সময় লাগে। পাশাপাশি মালিকরা এটাও বলছেন, যাত্রী সুরক্ষার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। বাকিটা প্রশাসনের কাছে অনুরোধের মাধ্যমে মেটানোর চেষ্টা চলছে।ফলে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে এবারখানিকটা হলেও ভাটা লেগেছে।
উল্লেখ্য, সুন্দরবনে নৌকা ও লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা, কি সেই সমস্যা ? প্রতিবছরই শীত আসলেই পর্যটকদের ঢল নামে সুন্দরবনে। নদীতে লঞ্চ বা নৌকায় চেপে জঙ্গল দেখার মজাই আলাদা। সঙ্গে যদি বাঘের দর্শন পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। তবে এবার কিন্তু পরিস্থিতি অন্য। প্রশাসনের কড়া সুরক্ষা বিধির গেরোয় আটকে পর্যটকদের নিয়ে জলে ভাসতে পারছে না অধিকাংশ লঞ্চ কিংবা নৌকা। লঞ্চ বা নৌকাডুবির মতো ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে সুন্দরবনে। তাই লঞ্চ বা নৌকার ফিটনেস সার্টিফিকেট ও বিমা বাধ্যতামূলক করা হয়েছে সুন্দরবন জেলা পুলিশের তরফে।
অতিরিক্ত যাত্রী বহন করা, অপর্যাপ্ত লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ত্রুটি কড়া হাতে নিয়ন্ত্রণ করতে চাইছে জেলা পুলিশ। আর তাই যে সমস্ত লঞ্চ ও নৌকার ফিটনেস সার্টিফিকেট ও বিমা নেই, সেগুলিকে জলে নামার অনুমতি দেওয়া হচ্ছে না।