পরীর ‘মুখোশ’ কবে আসছে? জেনে নিন

পরীর ‘মুখোশ’ কবে আসছে? জেনে নিন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মুখোশ

পরীর ‘মুখোশ’ কবে আসছে? জেনে নিন।   আর মাত্র কয়েক দিন দৃশ্যায়নের পর শেষ হবে ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’। খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম, পরী মণি ও জিয়াউল রোশান অভিনীত ‘মুখোশ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ২১ জানুয়ারি। গতকাল সন্ধ্যায় সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এই তথ্য জানানো হয়েছে। সরকারি অনুদানের এই সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা ইফতেখার শুভ।

 

তাঁর লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফোর’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। সিনেমাটি প্রসঙ্গে ইফতেখার শুভ বলেন, ‘ডিসেম্বরে সেন্সরে জমা পড়বে সিনেমাটি। বছরের প্রথম দিন প্রকাশ পাবে ট্রেইলার। ফার্স্ট লুক প্রকাশের মধ্য দিয়ে প্রচার ও মুক্তির প্রক্রিয়া শুরু হলো।’ সিনেমাটির শুটিংয়ের দৃশ্য।  সিনেমাটিতে মোশাররফ করিম অভিনয় করছেন ইব্রাহিম খালেদি চরিত্রে।

 

‘মুখোশ’ সিনেমার মূল রহস্য তাঁকে ঘিরে, যে রহস্য উন্মোচনের জন্য গল্পের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিলেট, টাঙ্গাইল, বিএফডিসি, বইমেলা, পদ্মার চর, সাভারে সিনেমাটির শুটিং হয়েছে। আরও অভিনয় করেছেন ইরেশ জাকের, ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধুসহ অনেকে।

 

আর ও পড়ুন    ডাইনি প্রথা বন্ধের দাবি উঠলো পুরুলিয়ায়

 

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। নির্মাতা শুভ জানান, চলমান লকডাউন শেষে ২৪ মে টাঙ্গাইলে সিনেমাটির কাজ শুরু হচ্ছে। করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই এ মাসেই শ্যুটিং শেষ করার পরিকল্পনা ‘মুখোশ’ টিমের। এই লটে দুটি গানের শ্যুটিং শেষ হবে। ইতিমধ্যে ঢাকা, সিলেটসহ একাধিক লোকেশনে সিনেমাটির শ্যুটিং হয়েছে।

 

ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় করছেন ফারুক আহম্মেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধু প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘মুখোশ’ পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। সিনেমাটি তার লেখা অপ্রকাশিত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। কয়েক বছর আগে পরীমনির বিপরীতে ‘রক্ত’ ছবিতে অভিষেক হয় রোশানের। ‘মুখোশ’ এই জুটির দ্বিতীয় সিনেমা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top