এই বছর এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে

এই বছর এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গঙ্গাসাগরে

এই বছর এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে । জানুয়ারি মাসে গঙ্গাসাগরে পুণ্যস্নান। গঙ্গা সাগর মেলা উপলক্ষ্যে  কোভিড আবহে এবারও বিশেষ ব্যবস্থা রাখার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।  কীভাবে ভিড় এড়ানো যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে।  এই বছরে  এক টিকিটে যাতে গঙ্গা সাগর যাওয়া যায়, সেই ব্যবস্থাই করছে রাজ্যের পরিবহন দপ্তর।

 

এই বছরে  কেউ ধর্মতলা বা বাবুঘাট থেকে  গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিলে  একটি স্দাঁথান থেকে  টিকিট কাটলেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। মাঝে আর কোথাও দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। ফলে ভিড় বাড়বে না।

 

আর ও পড়ুন    কাজ করলে পুরস্কার পাবেন, পুর কর্তাদের উদ্দেশ্যে বললেন মমতা 

 

এতদিন ধর্মতলা বা বাবুঘাট থেকে গঙ্গাসাগরে যেতে  প্রথমে পুণ্যার্থীদের লট নম্বর ৮–এর একটা টিকিট কাটতে হত। তারপর তাঁকে ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পেরনোর জন্য লাইন দিয়ে টিকিট নিতে হত। ভেসেলে চেপে কচুবেড়িয়া নেমে ফের একটা টিকিট কাটতে হত। তারপর বাসে চাপতে হত। ফলে একজন পুণ্যার্থীকে ধর্মতলা থেকে আসতে ৩টি জায়গায় ৩ বার লাইন দিয়ে টিকিট কাটতে হত।

 

এখন সেই ভোগান্তি থেকেই মুক্তি পেতে পারবেন পুণ্যার্থীরা। পাশাপাশি কোভিড বিধি আর মানতে সমস্যা হবে না। নবান্নে এই প্রস্তাব পাঠিয়েছে পরিবহন দপ্তর। সম্মতি মিললেই এক টিকিটে গঙ্গাসাগর।

 

উল্লেখ্য, এই বছর এক টিকিটেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে । জানুয়ারি মাসে গঙ্গাসাগরে পুণ্যস্নান। গঙ্গা সাগর মেলা উপলক্ষ্যে  কোভিড আবহে এবারও বিশেষ ব্যবস্থা রাখার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।  কীভাবে ভিড় এড়ানো যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে।  এই বছরে  এক টিকিটে যাতে গঙ্গা সাগর যাওয়া যায়, সেই ব্যবস্থাই করছে রাজ্যের পরিবহন দপ্তর।

 

এই বছরে  কেউ ধর্মতলা বা বাবুঘাট থেকে  গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দিলে  একটি স্দাঁথান থেকে  টিকিট কাটলেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে। মাঝে আর কোথাও দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। ফলে ভিড় বাড়বে না। এতদিন ধর্মতলা বা বাবুঘাট থেকে গঙ্গাসাগরে যেতে  প্রথমে পুণ্যার্থীদের লট নম্বর ৮–এর একটা টিকিট কাটতে হত। তারপর তাঁকে ভেসেলে করে মুড়িগঙ্গা নদী পেরনোর জন্য লাইন দিয়ে টিকিট নিতে হত। ভেসেলে চেপে কচুবেড়িয়া নেমে ফের একটা টিকিট কাটতে হত। তারপর বাসে চাপতে হত। ফলে একজন পুণ্যার্থীকে ধর্মতলা থেকে আসতে ৩টি জায়গায় ৩ বার লাইন দিয়ে টিকিট কাটতে হত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top