ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সফরে

ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে । দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর ঘিরে  জাতীয় রাজনীতির মঞ্চে দেখা দিয়েছে নানা জল্পনা। জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  চার দিনের এই রাজধানী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা  করবেন তিনি।

 

মনে করা হচ্ছে ওই বৈঠকে পশ্চিমবঙ্গ  রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের  এলাকা বৃদ্ধির প্রসঙ্গ উঠে আসতে পারে। সরাসরি এই বিষয়ে আপত্তির বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ রাজ্যে বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এই নিয়ে পশ্চিমবঙ্গের  বিধানসভায় প্রস্তাবও পাস হয়েছে। সম্প্রতি সিতাইয়ে গরুপাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে ৩ জনের মৃত্যু হয়েছে।  তারপর থেকেই বিএসএফের বিরুদ্ধে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে।  তৃণমূল কংগ্রেস নেতারা বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন।

 

এছাড়াও ওই বৈঠকে পশ্চিমবঙ্গ  রাজ্যের আর্থিক পাওনা নিয়ে আলোচনা হতে পারে। ২০২০-২১ অর্থবর্ষে জিএসটি বাবদ ২০০০ কোটি রুপি  প্রাপ্য বাংলার। পাশাপাশি ঘুর্ণিঝড় আম্ফান, ইয়াস ইত্যাদি মোকাবিলা বাবদ ৩২ হাজার কোটি রুপি পাওনা রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকল্প আবাস যোজনা, সড়ক যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, জল জীবন মিশন সহ একগুচ্ছ প্রকল্পের রুপি বকেয়া রয়েছে রাজ্যের‌। সেই অর্থ  মেটানোর জন্যও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এরই সঙ্গে দিল্লি সফরে আরও একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। সূত্রের খবর, বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সম্প্রতি কৃষি আইন বাতিল করেছে কেন্দ্র। সেই ইস্যু নিয়েও কথা হতে পারে বিরোধী নেতাদের সঙ্গে।

 

প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর থেকে ভারতের  সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। তার আগে মমতার এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে একুশের  বিধানসভা ভোটের জয়ের পর বাদল অধিবেশন চলাকালীন দিল্লি গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সেবার দিল্লিতে গিয়ে বিরোধী ঐক্যের সুর জাগিয়ে তুলেছিলেন তিনি।  কিন্তু এবার কংগ্রেসকে বাইরে রেখেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুর তুলেছেন তিনি।  কাজেই শীতকালীন অধিবেশনের আগে মমতার এই দিল্লি সফরে কোন রণকৌশল রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে  জাতীয় রাজনৈতিক মহলে।

 

আর ও পড়ুন    মালদহে বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ  

 

দিল্লি সফর মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর রাজনৈতিক সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে।  কারণ গতবার বাদল অধিবেশন চলাকালীন দিল্লি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  তার পরে গোটা দেশেই একাধিক রাজ্য থেকে মমতার দল  তৃণমূল কংগ্রেসে যোগদান বেড়েছে। ত্রিপুরা, গোয়া  উত্তর প্রদেশে একাধিক রাজনৈতিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ  দিয়েছেন।

 

ফলে এবার লোকসভা অধিবেশন শুরুর আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর দিল্লি সফরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বিজেপিও। উল্লেখ্য, সংসদে শীতকালিন অধিবেশন শুরু হচ্ছে ২৯ নভেম্বর থেকে। তার আগেই মমতার এই সফর যথেষ্ট গুরুত্বের তা বলাই বাহুল্য। এদিকে ইতিমধ্যেই  শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে বিজেপির হেভিওয়েট নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন।  সেই খবরের সূত্র ধরেই বরুণ গান্ধীর নাম ভাসছে রাজনৈতিক মহলে।  গত কয়েক মাস ধরেই বিজেপিতে কার্যত একঘরে হয়ে রয়েছেন গান্ধী পরিবারের  বরুণ গান্ধী এবং মানেকা গান্ধী।  ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top