ইডেনের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। প্রায় দু’বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আর সেই ম্যাচকে ঘিরে চড়েছে উত্তেজনার পারদ। তার সঙ্গে চড়চড়িয়ে বেড়েছে টিকিটের দামও। অভিযোগ উঠেছে, টিকিটের কালোবাজারিরও।দেড় হাজার রুপির টিকিটের দাম দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার রুপি।
অর্থাৎ প্রায় সব টিকিটই আড়াই গুণ দামে বিক্রি হচ্ছে। যদিও টিকিট কালোবাজারি করার অভিযোগেই ইডেন গার্ডেন্স চত্বর থেকে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাজেয়াপ্ত হল ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের৬০টি টিকিটও।
দু’বছর আগে দেশের মাঠে এই ইডেনে বাংলাদেশের বিপক্ষে প্রথম গোলাপি বলের টেস্ট খেলেছিলেন বিরাট কোহলিরা। তারপর নেমে আসে করোনা মহামারী। এই মহামারী আবহে গত দু’বছর ইডেনে কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায়নি। এবার ইডেনে হচ্ছে ম্যাচ।
আর ও পড়ুন আগরতলায় গ্রেফতার পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ
জানা গিয়েছে, এদিন ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজাবেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কোভিডবিধি মেনে মাঠে উপস্থিত থাকবেন ৭০ শতাংশ দর্শক। তিনটি আসন অন্তর একটি করে আসন ফাঁকা রাখা হবে।
সিরিজের নিরিখে এই ম্যাচ তেমন গুরুত্বপূর্ণ না হলেও, কলকাতাবাসীর কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। কারণ, প্রায় দু’বছর বাদে কলকাতায় ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। উপরি পাওনা হল, এবার দর্শকরাও স্টেডিয়ামমুখো হওয়ার সুযোগ পাচ্ছেন। ইডেনে ক্রিকেটের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রীতিমতো রাজসূয় যজ্ঞের আয়োজন করছে বঙ্গ ক্রিকেট সংস্থা সিএবি ।
উল্লেখ্য, ইডেনের ম্যাচ ঘিরে দির্শকদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ। প্রায় দু’বছর পর ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। আর সেই ম্যাচকে ঘিরে চড়েছে উত্তেজনার পারদ। তার সঙ্গে চড়চড়িয়ে বেড়েছে টিকিটের দামও। অভিযোগ উঠেছে, টিকিটের কালোবাজারিরও।দেড় হাজার রুপির টিকিটের দাম দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার রুপি। অর্থাৎ প্রায় সব টিকিটই আড়াই গুণ দামে বিক্রি হচ্ছে।
যদিও টিকিট কালোবাজারি করার অভিযোগেই ইডেন গার্ডেন্স চত্বর থেকে ইতিমধ্যেই ১১ জনকে গ্রেপ্তার করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাজেয়াপ্ত হল ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের৬০টি টিকিটও।