বন্ধ হয়ে যাওয়া ইন্সুরেন্স পলিসির টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

বন্ধ হয়ে যাওয়া ইন্সুরেন্স পলিসির টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ইন্সুরেন্স

বন্ধ হয়ে যাওয়া ইন্সুরেন্স পলিসির টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। বন্ধ হয়ে যাওয়া ইন্সুরেন্স পলিসির টাকা পাইয়ে দেওয়ার নাম করে বৃদ্ধ নাগরিককে প্রতারণা। গ্রেফতার এক। অভিযুক্ত বিরজু বর্নেওয়ালকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

 

পুলিশ সূত্রে খবর, চলতি বছর আগস্ট মাসে ৮৬ বছরের বৃদ্ধ রনেন্দ্র নাথ মুখার্জী অভিযোগ দায়ের করে জানান, এক ব্যক্তি তার একটি বন্ধ হয়ে যাওয়া প্রাইভেট লাইফ ইন্সুরেন্স পলিসির টাকা ফেরত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাতে বিশ্বাস করে ২০১৯ সালে বৃদ্ধ অভিযুক্ত ব্যক্তিকে বারংবার মোট ৬ লক্ষ ৭৯হাজার ৬৯৬ টাকা দেন। তবে তার পর থেকে ওই ব্যক্তি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন বৃদ্ধ।

 

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে রাজারহাট এলাকায় গ্লোবেজ গ্লোবাল টেলিশপিং নামক একটি অফিস খুলে এই ধরনের প্রতারণা চক্র চালাতেন অভিযুক্ত বিরজু বর্নেওয়াল। অভিযোগকারী বৃদ্ধের থেকে ২লক্ষ ৭০হাজার টাকা অভিযুক্ত নিজের একাউন্টে ট্রান্সফার করে। বাকি টাকা দিয়ে অভিযুক্ত নতুন একটি পলিসিতে ইনভেস্ট করে এবং তার পরিবর্তে ২৭ হাজার টাকা কমিশন পায় অভিযুক্ত বলে পুলিশ জানতে পারে।

 

আর ও পড়ুন    বাংলাদেশে বাড়ছে করোনা গ্রাফ, সীমান্তের স্থল বন্দরে তৎপর প্রশাসন

 

ঘটনার তদন্তে অভিযুক্তকে দুবার হাজিরার নোটিশ পাঠায় সাইবার ক্রাইম থানা। তবে তাতে সাড়া না দিলে গতকাল সোনারপুর নরেন্দ্রপুর এলাকায় হানা দিয়ে অভিযুক্ত বিরজু বার্নেওয়ালকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

 

তার কাছ থেকে একটি প্যান কার্ড, ৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তির সঙ্গে আর কাদের যোগ আছে তা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top