পাহাড়ে ফের দেখা মিললো কালো ভালুকের

পাহাড়ে ফের দেখা মিললো কালো ভালুকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভালুকের

পাহাড়ে ফের দেখা মিললো কালো ভালুকের । পাহাড়ে ফের দেখা মিলল ব্ল‍্যাক বিয়ার কালো ভালুকের। মঙ্গলবার রাতে টাইগার হিলের সিনচেল দেবী মন্দিরে একটি কালো ভালুককে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই এলাকায় লাগানো একটি সিসিটিভি ক‍্যামেরায় ধরা পড়ে সেই দৃশ‍্য।

 

বনদফতরের তরফে জানানো হয়েছে, খুব সম্ভবত খাবারের সন্ধানে ভালুকটি মন্দিরে ঢোকে। তাকে বিগ্রহের আশেপাশে খাবার খুঁজতেও দেখা গিয়েছে। মন্দিরটি সংরক্ষিত অভয়ারণ‍্যের মধ‍্যে অবস্থিত হওয়ায় এই ঘটনা স্বাভাবিক। তবে বন‍্যপ্রাণী যাতে কোনও ভাবে স্থানীয় বাসিন্দাদের কোনও ক্ষতি না করে সে দিকে নজর রাখা হচ্ছে।

 

বস্তুত, অক্টোবর থেকে পাহাড়ের একাধিক জায়গায় দেখা মিলছে কালো ভালুক বা ব্ল‍্যাক বিয়ারের। অক্টোবরে মূল ধারা, লেব‌ং-য়ে দেখা মেলে তার চলতি মাসে দার্জিলিং জিমখানার কাছে শাবক সহ একটি কালো ভালুককে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। তবে স্বস্তির বিষয় হল চলতি মাস থেকেই ব্ল‍্যাক বিয়ার শীত ঘুমে চলে যাবে।

 

আর ও পড়ুন    মমতা-মোদী সম্পর্কে নতুন মোড়? বিরোধিতা নয় সহযোগিতার বার্তা

 

ফলে আগামী দু’মাস তার দেখা মেলার সম্ভবনা লোকালয়ে প্রায় নেই বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতঘুমে যাওয়ার আগে বার বার কালো ভালুক দেখা যাওয়ার পেছনে কারণ রয়েছে। সাধারণত এই ধরণের ভালুক পাহাড়ের ৮ হাজার ফিট উচ্চতায় থাকে।

 

শীত পড়তে শুরু করলে এরা নীচে নেমে আসে। শীতঘুমের সময় এরা সাধারণত ৪৫০০-৫০০০ ফুট উচ্চতায় ডেরা গাড়ে। দার্জিলিঙের উচ্চতা ৬৭০০ ফুট। যে কারণে পাহাড়ের বিভিন্ন প্রান্তে কালো ভালুক এই সময় খুব বেশী দেখা যাচ্ছে।

 

উল্লেখ্য, পাহাড়ে ফের দেখা মিললো কালো ভালুকের । পাহাড়ে ফের দেখা মিলল ব্ল‍্যাক বিয়ার কালো ভালুকের। মঙ্গলবার রাতে টাইগার হিলের সিনচেল দেবী মন্দিরে একটি কালো ভালুককে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই এলাকায় লাগানো একটি সিসিটিভি ক‍্যামেরায় ধরা পড়ে সেই দৃশ‍্য।বনদফতরের তরফে জানানো হয়েছে, খুব সম্ভবত খাবারের সন্ধানে ভালুকটি মন্দিরে ঢোকে।

 

তাকে বিগ্রহের আশেপাশে খাবার খুঁজতেও দেখা গিয়েছে। মন্দিরটি সংরক্ষিত অভয়ারণ‍্যের মধ‍্যে অবস্থিত হওয়ায় এই ঘটনা স্বাভাবিক। তবে বন‍্যপ্রাণী যাতে কোনও ভাবে স্থানীয় বাসিন্দাদের কোনও ক্ষতি না করে সে দিকে নজর রাখা হচ্ছে। বস্তুত, অক্টোবর থেকে পাহাড়ের একাধিক জায়গায় দেখা মিলছে কালো ভালুক বা ব্ল‍্যাক বিয়ারের। অক্টোবরে মূল ধারা, লেব‌ং-য়ে দেখা মেলে তার চলতি মাসে দার্জিলিং জিমখানার কাছে শাবক সহ একটি কালো ভালুককে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল।

 

তবে স্বস্তির বিষয় হল চলতি মাস থেকেই ব্ল‍্যাক বিয়ার শীত ঘুমে চলে যাবে।ফলে আগামী দু’মাস তার দেখা মেলার সম্ভবনা লোকালয়ে প্রায় নেই বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতঘুমে যাওয়ার আগে বার বার কালো ভালুক দেখা যাওয়ার পেছনে কারণ রয়েছে। সাধারণত এই ধরণের ভালুক পাহাড়ের ৮ হাজার ফিট উচ্চতায় থাকে।শীত পড়তে শুরু করলে এরা নীচে নেমে আসে। শীতঘুমের সময় এরা সাধারণত ৪৫০০-৫০০০ ফুট উচ্চতায় ডেরা গাড়ে। দার্জিলিঙের উচ্চতা ৬৭০০ ফুট। যে কারণে পাহাড়ের বিভিন্ন প্রান্তে কালো ভালুক এই সময় খুব বেশী দেখা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top