কন্যাশ্রী যোদ্ধাদের নিয়ে ক্যারেটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় হরিহরপাড়া বিডিও পূর্ণেন্দু সান্যালের উদ্যোগে l এই প্রশিক্ষণ শিবির চলবে প্রতি সপ্তাহের শনিবার l স্বেচ্ছাসেবী সংস্থা সিনির সহায়তায় এই কন্যাশ্রী যোদ্ধারা ব্লকের বিভিন্ন প্রান্তে সামাজিক কাজে অংশগ্রহণ করে এবং প্রায়শই বাধার সম্মুখীন হয় l কন্যাশ্রী যোদ্ধারা যাতে সমস্ত প্রতিকূলতা প্রতিবন্ধকতাকে উপেক্ষাকরে আত্মনির্ভর হতে পারে তার জন্য এই উদ্দ্যোগ বলে জানা যায় l