চরম অশান্তির আবহে চলছে ত্রিপুরায় পুরভোট, থানা ঘেরাও করলো তৃণমূল

চরম অশান্তির আবহে চলছে ত্রিপুরায় পুরভোট, থানা ঘেরাও করলো তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আবহে

চরম অশান্তির আবহে চলছে ত্রিপুরায় পুরভোট, থানা ঘেরাও করলো তৃণমূল।  টানটান  উত্তেজনার আবহে আজ চলছে  ত্রিপুরায় পুরভোট।   সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টে পর্যন্ত। আগরতলা পুরসভা, ১৩টি পুর পরিষদ-সহ ৬টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। মোট বুথ ৬৪৪টি। এর মধ্যে ৩৭০টি বুথ ‘অতি স্পর্শকাতর’ এবং ২৭৪টি ‘স্পর্শকাতর’।

 

অশান্তি এড়াতে আগরতলা-সহ বিভিন্ন বুথে CRPF এবং ত্রিপুরা স্টেট রাইফেলস  বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে ইতিমধ্য়ে জিতে গিয়েছে বিজেপি । মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে শাসকদল। ২০টি পুর অঞ্চলের বাকি ২২২টি আসনে হবে ভোট।

 

অভিযোগ, তৃণমূলের  নেতা, কর্মী ও সমর্থকদের উপর হামলা। প্রার্থীদের মারধর। একাধিক অভিযোগে পূর্ব আগরতলা থানা ঘেরাও তৃণমূলের। পরে তৃণমূল নেতাদের গ্রেফতার করে পুলিস। তৃণমূলের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিককেও নিয়ে যাওয়া হয়।

 

আর ও পড়ুন    বাঘের আক্রমণে জখম হরিণ প্রাণ বাঁচাতে নদী সাঁতরে এলো লোকালয়ে

 

ত্রিপুরা পুরভোট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নির্দেশ দেন, রাজ্য নির্বাচন কমিশন, ত্রিপুরার পুলিস কর্তাদের নিশ্চিত করতে হলে যাতে প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকে। সমস্ত বুথে CCTV না থাকায়, সাংবাদিকদের প্রতি বুথে ঢুকতে দিতে হবে। ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, গণনা পর্যন্ত সেই ব্যবস্থা বহাল থাকবে।

 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ছবি ধরা পড়ছে ত্রিপুরায়। আগরতলায় ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন বিশ্বাসকে বেধড়ক মারধরের অভিযোগ। মারের চোটে ২টি চোখই নষ্ট হতে বসেেছ। তাঁকে কলকাতায় নিেয় আসা হতে পারে। প্রতিবাদে পথে প্রতিবাদে বসেছে তৃণমূল কংগ্রেস।

 

উল্লেখ্য, টানটান  উত্তেজনার আবহে আজ চলছে  ত্রিপুরায় পুরভোট।   সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টে পর্যন্ত। আগরতলা পুরসভা, ১৩টি পুর পরিষদ-সহ ৬টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। মোট বুথ ৬৪৪টি। এর মধ্যে ৩৭০টি বুথ ‘অতি স্পর্শকাতর’ এবং ২৭৪টি ‘স্পর্শকাতর’।অশান্তি এড়াতে আগরতলা-সহ বিভিন্ন বুথে CRPF এবং ত্রিপুরা স্টেট রাইফেলস  বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩৩৪টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে ইতিমধ্য়ে জিতে গিয়েছে বিজেপি । মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে শাসকদল। ২০টি পুর অঞ্চলের বাকি ২২২টি আসনে হবে ভোট।

 

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top