বক্সা পাহাড়ে খোলা হলো কমিউনিটি হেল্থ সেন্টার

বক্সা পাহাড়ে খোলা হলো কমিউনিটি হেল্থ সেন্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কমিউনিটি

বক্সা পাহাড়ে খোলা হলো কমিউনিটি হেল্থ সেন্টার। রাজ্য সরকারের উদ্যোগে স্থায়ী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গেল দুর্গম বক্সা পাহাড়ে। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০০ ফুট উপরে অবস্থিত আলিপুরদুয়ার জেলার  কালচিনি ব্লকের বক্সা পাহাড়ে শনিবার উদ্ভোধন হল বক্সা ডুয়ার্স কমিউনিটি হেল্থ ইউনিটের ।

 

স্বাধীনতা ৭৫ বছর পর এই প্রথম বক্সা পাহাড়ে হেল্থ ইউনিট উদ্বোধন হল । উল্লেখ্য, বক্সা পাহাড়ে এতদিন ছিলনা কোনো স্ব‍্যাস্থকেন্দ্র। অসুস্থ হলে বক্সা পাহাড়ের ১৩ টি গ্ৰামের বাসিন্দাদের কাঁধে করে আঁকা বাঁকা পাকদন্ডী বেয়ে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে আসতে হত।

 

তারপর সেখান থেকে গাড়িতে করে লাতাবাড়ি গ্রামীন হাসপাতাল বা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আনতে হত চিকিৎসার জন্য।এলাকায় স্ব‍্যাস্থ পরিষেবা এতদিন ছিলনা বললেই চলে। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে আপাতত তিন শয‍্যা বিশিষ্ট এই হেল্থ ইউনিট শুরু হল।

 

পরবর্তীতে আরো বড় করে এখানে স্ব‍্যাস্থকেন্দ্র তৈরি হবে এবং তারজন্য ইতিমধ্যে ১৬ লক্ষ টাকা অনুমোদনও হয়েছে। এদিন বক্সা পাহাড়ের কমুউনিটি হেল্থ ইউনিট উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, এছাড়া উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার ।জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান এই হেল্থ ইউনিটে আপাততঃ একজন আশাকর্মী থাকবে এছাড়া সপ্তাহে একদিন একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেবে।

 

আর ও  পড়ুন  শিয়ালের আক্রমণে জখম ৪ কৃষক, পিটিয়ে মারা হলো শিয়াল    

 

বক্সা পাহাড়ে খোলা হলো কামিউনিটি হেল্থ সেন্টার। রাজ্য সরকারের উদ্যোগে স্থায়ী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে গেল দুর্গম বক্সা পাহাড়ে। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ২৮০০ ফুট উপরে অবস্থিত আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা পাহাড়ে শনিবার উদ্ভোধন হল বক্সা ডুয়ার্স কমিউনিটি হেল্থ ইউনিটের ।স্বাধীনতা ৭৫ বছর পর এই প্রথম বক্সা পাহাড়ে হেল্থ ইউনিট উদ্বোধন হল ।

 

উল্লেখ্য, বক্সা পাহাড়ে এতদিন ছিলনা কোনো স্ব‍্যাস্থকেন্দ্র। অসুস্থ হলে বক্সা পাহাড়ের ১৩ টি গ্ৰামের বাসিন্দাদের কাঁধে করে আঁকা বাঁকা পাকদন্ডী বেয়ে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে আসতে হত। তারপর সেখান থেকে গাড়িতে করে লাতাবাড়ি গ্রামীন হাসপাতাল বা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আনতে হত চিকিৎসার জন্য।এলাকায় স্ব‍্যাস্থ পরিষেবা এতদিন ছিলনা বললেই চলে। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে আপাতত তিন শয‍্যা বিশিষ্ট এই হেল্থ ইউনিট শুরু হল।

 

পরবর্তীতে আরো বড় করে এখানে স্ব‍্যাস্থকেন্দ্র তৈরি হবে এবং তারজন্য ইতিমধ্যে ১৬ লক্ষ টাকা অনুমোদনও হয়েছে। এদিন বক্সা পাহাড়ের কমুউনিটি হেল্থ ইউনিট উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, এছাড়া উপস্থিত ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার ।জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান এই হেল্থ ইউনিটে আপাততঃ একজন আশাকর্মী থাকবে এছাড়া সপ্তাহে একদিন একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top