রাশিফল কি সত্যি হয়? তাদের মধ্যে সবথেকে ক্ষমতাশীল রাশি কোনগুলি, কেন? আমাদের রাশি চক্রে মোট ১২টি রাশি। এইগুলি নিয়েই হল রাশিফল। রাশি পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ,যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে।
বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। তবে এদের মধ্যে ক্ষমতাবান রাশি চারটি। ১। মেষ ২। বৃশ্চিক ৩। কুম্ভ ৪। মকর। এবার দেখে নি কেন তারা ক্ষমতাশীল।
মেষ- মেষ রাশি অগ্নির প্রতীক। এই রাশির মধ্যে সবসময় অফুরন্ত এনার্জি লক্ষ্য করা যায়। কোনও বিষয়েই কারও ওপর ভরসা করতে পারে না। সব সময় নিজের কাজ নিজে করতে পছন্দ করে। প্রাণশক্তি বেশি থাকায় এদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হল এরা কর্মতৎপর ও উদ্যমী। লক্ষ্য নির্ধারিত থাকলে কে কী ভাবল সে নিয়ে মাথা ঘামায় না। দ্রুত কর্ম প্রাপ্তিতেই আনন্দ।
বৃশ্চিক- বৃশ্চিক রাশি জলের প্রতীক। এদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারলে তাদের ওপর এরা অত্যন্ত বিশ্বাসী। কিন্তু এদের কেউ আঘাত করলে বা মনে দুঃখ দিলে এরা তাদের প্রতি হিংস্র বা তাদের প্রতি এদের ভাবনা একদমই নেতিবাচক হয়ে যায়। এরা যে কোনও সিদ্ধান্ত বিদ্যুৎ গতিতে নিতে পারে। এরা স্বাধীনতাপ্রিয় ও দূরদর্শী।
আর ও পড়ুন দাম্পত্য সম্পর্ক সুখময় করতে এগুলি ট্রাই করুন
কুম্ভ- কুম্ভ রাশি বায়ু বা বাতাসের প্রতীক। ১২টি রাশির মধ্যে কুম্ভ রাশি নিজের আবেগ গোপন রাখার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। যে কোনও বিষয় হোক না কেন এরা কখনই বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে না। এদের বুদ্ধির জোর হয় প্রবল। যে কোনও কাজ বুদ্ধির দ্বারা জয় করতে চায় আর তাতে সফলও হয়। কিন্তু এরা অত্যন্ত একগুঁয়ে স্বভাবের হয়। যেটা মনে করবে সেটা করেই ছাড়বে। ভোগ ও ত্যাগ দুই ব্যাপারেই পারদর্শী হয়।
মকর- মকর রাশি পৃথিবীর প্রতীক। অন্যান্য রাশির তুলনায় মকর রাশির ভাবনা শক্তি হয় প্রখর। এদের ভাবনা হয় প্রগতিশীল। যে কোনও বিষয়ে এই প্রগতিশীল ভাবনাই এদের এগিয়ে নিয়ে যায়। অন্যায় কাজে কখনও লিপ্ত হয় না বরং ভাল কাজে আনন্দ পায়।