ত্রিপুরা পুরভোটে বেশ কিছু আসনে দ্বিতীয় স্থান দখলে নিলো তৃণমূল

ত্রিপুরা পুরভোটে বেশ কিছু আসনে দ্বিতীয় স্থান দখলে নিলো তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
আসনে

ত্রিপুরা পুরভোটে বেশ কিছু আসনে দ্বিতীয় স্থান দখলে নিলো তৃণমূল । ত্রিপুরায় দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরেও   বিজেপির লড়াইয়ে ধোপে টিকল না বামফ্রন্ট।  কংগ্রেসও তেমন সুবিধা করে উঠতে পারেনি। ত্রিপুরার পুরভোটে  বিজেপি প্রায় সিংলভাগ আসনে তাঁদের জয় জয়াকার বজায় রাখল। আগরতলা পুরনিগমের নির্বাচন থেকে শুরু করে অন্যান্য পুরসভার নির্বাচনেও বিজেপির জয়জয়কার। উল্লেখযোগ্যভাবে আগরতলা পুরসভার নির্বাচনে বেশ কয়েকটি আসনে দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল কংগ্রেস।

 

এবার ত্রিপুরার পুরভোটে সবার নজর ছিল। নজর ছিল ত্রিপুরার সমীকরণ নিয়ে। ত্রিপুরায় কি তৃণমূল খাতা খুলতে পারবে, নাকি বিরোধী দল হিসেবে ঘুরে দাঁড়াবে বাম ও কংগ্রেস। ত্রিপুরার নির্বাচনী ফলাফল সামনে আসার পর স্পষ্ট হয়ে যায় বিজেপিই জিততে চলেছে ত্রিপুরায়। আগরতলার পাঁচটি ওয়ার্ডে উল্লেখযোগ্যভাবে তৃণমূল দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বাকি ক্ষেত্রে অবশ্য বামেরাই দ্বিতীয় স্থানে।

 

তবে ত্রিপুরায় মোট ৩৩৪ আসনে বিজেপির পাল্লাই ভারী। আগেই ৩৫ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পেয়ে  গিয়েছিল বিজেপি। ২২২টি আসনে ভোট গণনা চলছে। সেখানে বিজেপিরই জয়জয়কার। দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে তৃণমূল এবং বাকি আসনগুলিতে বামেরাই দ্বিতীয় স্থানে।

 

আগরতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল দ্বিতীয় স্থানে রয়েছে।  এছাড়া আরও চারটি ওয়ার্ডে তৃণমূল দ্বিতীয় স্থানে আছে। এখানে বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে তৃণমূলের। মাত্র সাত মাসে তৃণমূলের এই উত্থান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

আর ও পড়ুন     রাজ্যে পারদ কিছুটা নামলেও শীতের দাপট এখনই শুরু হচ্ছে না

 

ত্রিপুরার সমস্ত বিরোধী দলের অভিযোগ, বিজেপি ক্ষমতার জোরে ভোট করিয়েছে। মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে পারলে ফলাফল অন্যরকম হত। সেই হিসেবে বিজেপির জয় নিয়ে কোনও ধোঁয়াশা ছিল না। বিজেপি সব আসনেই এগিয়ে রয়েছে ত্রিপুরায়। বিরোধীরা খাতা খুলতে পারবে কি না, তা নিয়েই সংশয়।

 

ত্রিপুরায় ১৩টি পুরসভা এবং ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনের গণনা চলছে এদিন। মোট ৩৩৪টি ওয়ার্ডে ভোট হয়েছে। তার মধ্যে ১১২টিতে আগেই জিতে গিয়েছিল বিজেপি। ২২২টিরর ফলাফল এদিন প্রকাশিত হচ্ছে। আগেই মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড় পুরসভা এবং কমলপুর ও জিরানিয়া নগর পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন নিশ্চিত করেছে বিজেপি।

 

তবে সবার লক্ষ্য ত্রিপুরার রাজধানী আগরতলা পুরনিগমের নির্বাচনী ফলাফল নিয়ে। সেখানে কোন দল কী অবস্থানে থাকে, এই ফলাফল থেকে ভবিষ্যতের কোনও সমীকরণ উঠে আসে কি না, তাই বুঝতে চাইছে রাজনৈতিক মহল। তবে বিজেপিক জয় নিয়ে কোনও সংশয় নেই। কেননা যে ফলাফল সামনে আসতে চলেছে, তাতে বিজেপির জয়ের ইঙ্গিত স্পষ্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top