মুর্শিদাবাদের আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড ক্যালচআরাল ফাউন্ডেশন উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান আজ বিকেলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার টি.আর. ভুটিয়া,কেন্দ্রীয় সংশোধনাগারের ডক্টর আর.এস.প্রসাদ. রবি,আশ্রয়ের সভাপতি স্বদেশ চন্দ্র সিনহা এবং আশ্রয়ের আহবায়ক সুভাষ রায় l
আশ্রয় এর সম্পাদক শ্রী সন্তু সিনহা বর্তমানে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি অবস্থায় রয়েছেন l তিনি আপনাদের জ্ঞাতার্থে এই বার্তা পৌঁছে দিতে চান যে
“বর্তমানে তিনি চার দেওয়ালের মধ্যে বন্দি l কিন্তু তার মাথার ওপর খোলা আকাশ তিনিও কিন্তু আপনাদের মতোই দেখতে পান l এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখনো নিজেকে তিনি শক্ত রেখেছেন l প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সুপ্ত সংগ্রাম করে চলেছেন l কখনো সেটা উনার কলমে কখনো বা সেটা উনার নীতি ও আদর্শে l
তাই আজকের এই পবিত্র দিনে আপনাদের সবার কাছে উনার অনুরোধ আপনারা একটি সুন্দর সুসাস্থকর পরিবেশ গড়ে তুলুন যেখানে আমরা ও আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর দূষণ মুক্ত পৃথিবীতে বাস করতে পারে l