সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো শ্যালক ও জামাইবাবুর ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাঁধাপুকুর এলাকায় ৷ ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷
মৃত শ্যালকের নাম আমিন শেখ (৩৫) তার জামাইবাবুর নাম আক্কেল শেখ ( ৩৬ )৷ আমিনের বাড়ি মোথাবাড়ি থানার মাসুমচক গ্রামে ৷ আক্কেল কালিয়াচক ২ নম্বর ব্লকের বাবলা সংলগ্ন মেহেরাপুর নয়াবস্তির বাসিন্দা ৷ দুজনেই মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি গোডাউনে লরির মাল খালাসের কাজ করতেন ৷ একই কাজ করতেন তাঁদের পরিবারের আরও অনেকে ৷ প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তাঁরা সবাই মিলে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওয়ানা দেন ৷ তখনই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটে যায় দুর্ঘটনা ৷ লরির ধাক্কা মৃত্যু হয় তাঁদের ৷ দুর্ঘটনায় আক্কেল শেখ ঘটনাস্থলেই পিষ্ট হয়ে যান ৷ আমিনকে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁরও ততক্ষণে মৃত্যু হয় ৷ পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়৷