জঙ্গলে মিষ্টি জলের অভাব, বাঘের পান করা জল সরবরাহ করছে বনদপ্তর। উত্তর ২৪, পরগনা হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের ঝিঙ্কাখালি ফরেস্ট, ইয়াস পরবর্তী অবিরাম বৃষ্টির ফলে, জঙ্গলের ভেতরে থাকা মিষ্টি জলের পুকুর নোনা জলে পরিণত হয়েছে। যার ফলে বিপন্ন হচ্ছে প্রাণীকুল। একদিকে খাদ্যের অভাব অন্যদিকে পানীয় জলের সংকট জঙ্গলের জীবজন্তুদের।
ইতিমধ্যে বাঘ শুমারি তে জানা গেছে বাঘের সংখ্যা প্রায় ২৩%শতাংশ বেড়ে গেছে।যার ফলে জঙ্গলে বাসস্থান খাদ্যের অভাব, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ মিঠেন জল যা দক্ষিণ রায় পান করে। সব মিলিয়ে বারবার লোকালয় হানা দিচ্ছে বাঘ, গত তিন মাসে বেশ কয়েকবার জঙ্গল থেকে বেরিয়ে নদী পার হয়ে লোকালয় হানা দিচ্ছে।
পাশাপাশি জঙ্গলের পাশে থাকা নদীর পাড়ে বাঘের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে আতঙ্ক গ্রামগুলোতে। সুন্দরবনের বাঘ সংরক্ষণ করতে এগিয়েছে রাজ্য বন দপ্তর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা ইতিমধ্যে বাঘ যে মিষ্টি জল পান করে তার জন্য দক্ষিণ ২৪, পরগনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জলের ট্যাঙ্ক নদীপথে এনে বাঘের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, সেই কথা জানিয়ে গেলেন।সব মিলিয়ে লোকালয় বাঘের হানা নতুন দিশেহারা জঙ্গল পারে মানুষদের।
বাঘ লোকালয়ে ঢুকলে পর্যটকদের কাছে যেমন আনন্দ, বিভিন্ন সময় তারা ক্যামেরাবন্দি করছেন। কিন্তু অন্যদিকে মৎস্যজীবীদের রাতের ঘুম কেড়েছে। বারবার বাঘের আক্রমণে আক্রান্ত হচ্ছে মৎস্যজীবীরা, মৃত্যুর ঘটনা ঘটছে।সব মিলিয়ে বারবার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসা নতুন আতঙ্কের দিশা দেখছে।জঙ্গল পাড়ের মানুষ রা।
আর ও পড়ুন নদীয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী সাধুর বিরুদ্ধে
উল্লেখ্য, জঙ্গলে মিষ্টি জলের অভাব, বাঘের পান করা জল সরবরাহ করছে বনদপ্তর।উত্তর ২৪, পরগনা হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের ঝিঙ্কাখালি ফরেস্ট, ইয়াস পরবর্তী অবিরাম বৃষ্টির ফলে, জঙ্গলের ভেতরে থাকা মিষ্টি জলের পুকুর নোনা জলে পরিণত হয়েছে। যার ফলে বিপন্ন হচ্ছে প্রাণীকুল। একদিকে খাদ্যের অভাব অন্যদিকে পানীয় জলের সংকট জঙ্গলের জীবজন্তুদের। ইতিমধ্যে বাঘ শুমারি তে জানা গেছে বাঘের সংখ্যা প্রায় ২৩%শতাংশ বেড়ে গেছে।
যার ফলে জঙ্গলে বাসস্থান খাদ্যের অভাব, তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ মিঠেন জল যা দক্ষিণ রায় পান করে। সব মিলিয়ে বারবার লোকালয় হানা দিচ্ছে বাঘ, গত তিন মাসে বেশ কয়েকবার জঙ্গল থেকে বেরিয়ে নদী পার হয়ে লোকালয় হানা দিচ্ছে। পাশাপাশি জঙ্গলের পাশে থাকা নদীর পাড়ে বাঘের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে আতঙ্ক গ্রামগুলোতে। সুন্দরবনের বাঘ সংরক্ষণ করতে এগিয়েছে রাজ্য বন দপ্তর, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমরা ইতিমধ্যে বাঘ যে মিষ্টি জল পান করে তার জন্য দক্ষিণ ২৪, পরগনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জলের ট্যাঙ্ক নদীপথে এনে বাঘের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, সেই কথা জানিয়ে গেলেন।সব মিলিয়ে লোকালয় বাঘের হানা নতুন দিশেহারা জঙ্গল পারে মানুষদের।
বাঘ লোকালয়ে ঢুকলে পর্যটকদের কাছে যেমন আনন্দ, বিভিন্ন সময় তারা ক্যামেরাবন্দি করছেন। কিন্তু অন্যদিকে মৎস্যজীবীদের রাতের ঘুম কেড়েছে। বারবার বাঘের আক্রমণে আক্রান্ত হচ্ছে মৎস্যজীবীরা, মৃত্যুর ঘটনা ঘটছে।সব মিলিয়ে বারবার জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আসা নতুন আতঙ্কের দিশা দেখছে।জঙ্গল পাড়ের মানুষ রা।