Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Attempts to get students to school through street plays in villages

গ্রামে গ্রামে পথনাটকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা

গ্রামে গ্রামে পথনাটকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পথনাটকের

গ্রামে গ্রামে পথনাটকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা।  নাটকের জেলা হিসাবে বন্দিত দক্ষিণ দিনাজপুরে। কোভিড আবহে বিদ্যালয় খোলা এক পক্ষকাল হয়েও গেলেও স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতি আশানুরূপ নয়, তাই ছাত্র ছাত্রীদের ফের বিদ্যালয়মুখী করতে গ্রামে গ্রামে পথ নাটক করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা।

 

শুক্রবার বালুরঘাটের শালগ্রাম মোড় অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক তথা নাট্যকর্মী তুহিন শুভ্র মন্ডল-এর রচিত এবং নির্দেশিত ফিরে চলো তোমার স্কুলে নামক পথ নাটকে অভিনয় করতে দেখা গেছে অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক তুহিন শুভ্র মন্ডল, পলাশ মন্ডল, গৌড় মন্ডল, অরুপ দেবনাথ, অর্পিতা হালদার, পপি মন্ডল সহ স্কুলের একাধিক শিক্ষক-শিক্ষিকাদের।

 

ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকাদের এদিনের এই পথনাটক সাড়া ফেলেছে অযোধ্যা, শালগ্রাম, বিরোহিনী, ভুলকিপুর সহ একাধিক গ্রামের মানুষদের মধ্যে। অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানিয়েছেন ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতেই তাদের এহেন ভাবনা এবং স্কুলের পঠন পাঠন অক্ষুণ্ণ রেখেই শিক্ষক-শিক্ষিকারা পথনাটকের অনুশীলন করছেন।

 

অপরদিকে বিদ্যালয়ের শিক্ষক তথা নাট্যকর্মী তুহিন শুভ্র মন্ডল-এর বক্তব্য বিদ্যালয়ে তারা নাট্যচর্চা করেই থাকেন, তারা পথ নাটকের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের বোঝাবেন স্কুলে ছাত্র ছাত্রীদের পাঠানোর বিষয়ে এবং কোভিড আবহে স্কুলে সুরক্ষার বিষয়টিতে নিশ্চয়তার বিষয়ে।

 

আর ও পড়ুন  আসছে ঘূর্ণিঝড়, উপকূলবর্তী বাসিন্দাদের জন্য খোলা হলো বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র

 

উল্লেখ্য,গ্রামে গ্রামে পথনাটকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করার প্রচেষ্টা।  নাটকের জেলা হিসাবে বন্দিত দক্ষিণ দিনাজপুরে। কোভিড আবহে বিদ্যালয় খোলা এক পক্ষকাল হয়েও গেলেও স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতি আশানুরূপ নয়, তাই ছাত্র ছাত্রীদের ফের বিদ্যালয়মুখী করতে গ্রামে গ্রামে পথ নাটক করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকারা।

 

শুক্রবার বালুরঘাটের শালগ্রাম মোড় অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক তথা নাট্যকর্মী তুহিন শুভ্র মন্ডল-এর রচিত এবং নির্দেশিত ফিরে চলো তোমার স্কুলে নামক পথ নাটকে অভিনয় করতে দেখা গেছে অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক তুহিন শুভ্র মন্ডল, পলাশ মন্ডল, গৌড় মন্ডল, অরুপ দেবনাথ, অর্পিতা হালদার, পপি মন্ডল সহ স্কুলের একাধিক শিক্ষক-শিক্ষিকাদের।ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষিকাদের এদিনের এই পথনাটক সাড়া ফেলেছে অযোধ্যা, শালগ্রাম, বিরোহিনী, ভুলকিপুর সহ একাধিক গ্রামের মানুষদের মধ্যে। অযোধ্যা কালীদাসি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানিয়েছেন ছাত্র ছাত্রীদের বিদ্যালয়মুখী করতেই তাদের এহেন ভাবনা এবং স্কুলের পঠন পাঠন অক্ষুণ্ণ রেখেই শিক্ষক-শিক্ষিকারা পথনাটকের অনুশীলন করছেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top