রেশনে নিন্ম মানের মাল দেওয়ায় বিক্ষোভ গ্রাহকদের।ঘটনাটি ঘটেছে বীরভূমে লাভপুরের ঠিবা গ্রামে।রেশনে নিন্ম মানের চাল, গম দেওয়ায় শনিবার ক্ষোভে ফেটে পরে গ্রাহকরা,শুধু তাইই নয় পরিমানে কম দেওয়ার ও অভিযোগ রয়েছে রেশন ডিলার ভীষ্বদেব মজুমদারের বিরুদ্ধে। চলতি সপ্তাহে রেশনে গমের মান এতটায় খারাপ,চালও যে পালিশ তা স্বীকার করে নিয়েছেন ডিলার নিজেও।ডিলারের সাফাই আমরা এই ধরণের মালই পেয়েছি,এতেই ক্ষোভে ফেটে পরেন গ্রাহকরা,তাদের দাবী ডিলার কেন খারাপ মাল নিয়ে আসে। বামজমানায় এই লাভপুরেই রেশন কাণ্ডে মৃত্যু হয়ে ছিল এক ব্যাক্তির।