অবসরের সঙ্গী হোক বাড়ির ছাদে তৈরি করা সবুজ বাগান

অবসরের সঙ্গী হোক বাড়ির ছাদে তৈরি করা সবুজ বাগান

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সবুজ

অবসরের সঙ্গী হোক বাড়ির ছাদে তৈরি করা সবুজ বাগান । সবুজ কমছে নিয়মিতই। শহরজীবন ক্রমশই হয়ে উঠছে দুর্বিষহ। আবার শহরে মাটিরও ঘোর অভাব। থাকার জায়গাই পাওয়া যায় না, তো গাছের। সব মিলিয়ে পরিস্থিতি বেশ বিবর্ণই।এই পরিস্থিতিতে সবুজ বাড়াবার জন্য পরিবেশবিদেরা একটাই সুপারিশ করেন, রুফটপ গার্ডেন। ছাদের অভাবে বারান্দাতেও গাছ লাগান কেউ কেউ।

 

বাড়ির ছাদে বা বারান্দায় একটুকরো বাগানের মতো মিষ্টি জিনিস সত্যিই আর হয় না। দেখতেও যেমন ভালো লাগে, তেমন কার্যকরীও।বাড়ির বাগানে অনায়াসে ফোটাতে পারেন দেশি-বিদেশি ফুল। ফোটান জবা, গোলাপ, জুঁই শিউলি, অপরাজিতা। ফোটান লেমোনিয়া, সিলভার কুইন, ফক্সটেইল অর্কিড, বার্ড অব প্যারাডাইস, হ্যালিকোনিয়া! রাখতে পারেন করবী, ক্যাশিয়া, ম্যান্ডারিন, মালবেরি, রাধাচূড়া, রঙ্গন, জলপাই, পদ্ম, ডালিম।

 

আর ও পড়ুন     জাওয়াদ’‌ ঘূর্ণিঝড়ের শক্তি কমলেও উত্তাল দীঘার সমুদ্র

 

আর বাড়ির ছাদে বা বারান্দায় এক টুকরো বাগান থাকলে সেখানে আসবে পাখিরাও। নানা রঙের নানা ডানার নানা রকমের পাখি যদি সারাদিন আপনার বাড়ির চারপাশে উড়ে-ঘুরে বেড়ায় তাহলে ভালো লাগবে সেটাই স্বাভাবিক।আপনার অন্যরকম অবসরও কাটতে পারে আপনার হাতে গড়া বাগানেই। সেখানে একটা বই হাতে বসে কাটাতে পারেন মিষ্টি অবসর কিংবা বসে-বসে গানও শুনতে পারেন।

 

উল্লেখ্য,অবসরের সঙ্গী হোক বাড়ির ছাদে তৈরি করা সবুজ বাগান । সবুজ কমছে নিয়মিতই। শহরজীবন ক্রমশই হয়ে উঠছে দুর্বিষহ। আবার শহরে মাটিরও ঘোর অভাব। থাকার জায়গাই পাওয়া যায় না, তো গাছের। সব মিলিয়ে পরিস্থিতি বেশ বিবর্ণই।এই পরিস্থিতিতে সবুজ বাড়াবার জন্য পরিবেশবিদেরা একটাই সুপারিশ করেন, রুফটপ গার্ডেন। ছাদের অভাবে বারান্দাতেও গাছ লাগান কেউ কেউ। বাড়ির ছাদে বা বারান্দায় একটুকরো বাগানের মতো মিষ্টি জিনিস সত্যিই আর হয় না।

 

দেখতেও যেমন ভালো লাগে, তেমন কার্যকরীও।বাড়ির বাগানে অনায়াসে ফোটাতে পারেন দেশি-বিদেশি ফুল। ফোটান জবা, গোলাপ, জুঁই শিউলি, অপরাজিতা। ফোটান লেমোনিয়া, সিলভার কুইন, ফক্সটেইল অর্কিড, বার্ড অব প্যারাডাইস, হ্যালিকোনিয়া! রাখতে পারেন করবী, ক্যাশিয়া, ম্যান্ডারিন, মালবেরি, রাধাচূড়া, রঙ্গন, জলপাই, পদ্ম, ডালিম।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top