আজ বিকেলে দিল্লিতে মোদী-পুতিন বৈঠক। আজ বিকেলে দিল্লিতে মুখোমুখি নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট পুতিন। লাদাখ সহ সীমান্ত এলাকায় দাদাগিরি চালাচ্ছে বেজিং। ক্রমশ সেনা বাড়াচ্ছে তাঁরা। সেখানে দাঁড়িয়ে ভারতে পুতিনের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিকমহলের । ২০১৯ সালের নভেম্বর মাসে ব্রিকস সম্মেলনে বৈঠক হয়েছিল মোদী এবং পুতিনের। তারপর ফের এই সাক্ষাত। আর তা হতে চলেছে মুখোমুখি। গোটা দেশ এই বৈঠকের দিকে তাকিয়ে। নজর রাখছে বিশ্বও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী মোদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের মডেল উপহার দেবেন।
২১ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে এদেশে আসছেন পুতিন। ২১ তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন ৬ ডিসেম্বর অর্থাৎ আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিরক্ষাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এই শীর্ষ সম্মেলনে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের একটি মডেল উপহার দেবেন। শীর্ষ সরকারী সূত্ জানিয়েছে যে AK-203 অ্যাসল্ট রাইফেল চুক্তিটিও আলোচনার কেন্দ্রে থাকবে। রাশিয়ার ডিজাইন করা AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরির বিষয়ে রাশিয়া ও ভারতের মধ্যে একটি চুক্তি হবে।
এই রাইফেলগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় উত্তর প্রদেশের একটি নতুন কারখানায় তৈরি করা হবে। দুই দেশ রাইফেলের সংখ্যা, দাম এবং উৎপাদন প্রক্রিয়ার চুক্তির শর্তে একমত হয়েছে। এই চুক্তির পর, AK-203S মডেলের ৬,০১৪,৪২৭ টি রাইফেল ১০ বছরের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য তৈরি করা হবে। প্রথম ৭০,০০০ মডেল রাশিয়ায় উৎপাদিত হবে। এরপর প্রযুক্তি বুঝে ভারতে তৈরি করা হবে। এই প্রক্রিয়াটি ৩২ মাস সময় নেবে, তারপরে এটি সেনাবাহিনীর কাছে উপলব্ধ হবে। ও
আর ও পড়ুন জাওয়াদের দুর্যোগের মধ্যেই নৌকা উল্টে দশজন পড়ে গেলেন সুন্দরবনের বেতনী নদীতে
জানা যাচ্ছে পুতিনের এই সফরে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও বিদেশ মন্ত্রীও বৈঠকে বসবেন। আফগানিস্তান ইস্যু নিয়ে দুই দেশের মধ্য়ে কথাবার্তা হতে পারে বেলও সূত্রের খবর। তালিবানদের হাতে আফগানিস্তানের ক্ষমতা চলে যাওয়ার পর ওই প্রথমবার নরেন্দ্র মোদীর মুখোমুখি হচ্ছেন পুতিন। তাই দুই দেশের আফগানিস্তান ও নিরাপত্তা ইস্যুতে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারত ও রাশিয়া দুই দেশের বৈঠকের পর যৌথ বিবৃতিও প্রকাশ করা হবে। সোমবার সকালেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে বসেন সার্গে শোয়গু। সকাল সাড়ে ১১ টায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসবেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ফলে এই বৈঠকগুলিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।