পুরভোটের আগে ফের গোষ্ঠী কোন্দল খড়গপুর বিজেপিতে। খড়গপুর পৌরসভা নির্বাচনের প্রাক্কালে ফের প্রকাশ্যে এলো বিজেপি গোষ্ঠী কোন্দল। রবিবার হঠাৎই শহরের বেশ কয়েকটি জায়গায় সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ছবি সহ রাজ্য সভাপতি এবং জেলা সভাপতির ছবি দিয়ে ব্যানার লাগানো হয়েছে। কিন্তু তাতে নেই খড়গপুর এর বিধায়ক তথা বাংলা চলচ্চিত্র অভিনেতা হিরনের ছবি।
এই নিয়েই বিধায়ক খড়গপুর এর তার বিধানসভা এলাকায় একটি বস্তু বিতরণ প্রোগ্রামে গেলে তার গোষ্টীর লোকজনদের সাথে দিলীপ গোষ্ঠীর লোকজনদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। মুখে হতে হতে কার্যত তারা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়।যদিও খড়গপুর এর বিধায়ক হিরণ সংবাদমাধ্যমকে জানান ছবিতে থাকাটা ব্যাপার নয় মানুষের কাজ করাটাই আমার কাছে শ্রেয়। সেই সঙ্গে তিনি এও জানান কে দু চারজন লোক ছবিতে রয়েছে তা নিয়ে খড়গপুর পৌরসভা ভোটের কোনো প্রভাব পড়বে না।
তিনি জানান তিনি যেভাবে খড়গপুর এলাকায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন, তাতে নিশ্চিত খড়গপুর এর সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবেন সামনের পৌরসভা নির্বাচনে।অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন কাজের পোস্টার হলে নিশ্চয়ই বিধায়কের ছবি থাকবে। আর এ বিষয়ে তিনি কোনো লিখিত ভাবে জানেন, তাঁকে বিধায়ক জানালে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন।
আর ও পড়ুন হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় আগুন
অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি জানান, বিজেপি এখন পোস্টার পার্টি হয়ে গেছে। কার ছবি কত বড় করে পোষ্টটা দেয়া হবে তা নিয়ে কম্পিটিশন শুরু হয়ে গেছে ওদের মধ্যে।
পাশাপাশি তিনি খরগোপুর এর বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় কে পরামর্শ আকারে জানান, জিৎ দিলীপ ঘোষ তৎসহ যাদের পোস্টারের ছবি দেয়া রয়েছে তারা ক্রিমিনাল প্রকৃতির লোক তাদের থেকে দূরে থাকাই শ্রেয় হিরনের।
উল্লেখ্য,পুরভোটের আগে ফের গোষ্ঠী কোন্দল খড়গপুর বিজেপিতে। খড়গপুর পৌরসভা নির্বাচনের প্রাক্কালে ফের প্রকাশ্যে এলো বিজেপি গোষ্ঠী কোন্দল। রবিবার হঠাৎই শহরের বেশ কয়েকটি জায়গায় সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ছবি সহ রাজ্য সভাপতি এবং জেলা সভাপতির ছবি দিয়ে ব্যানার লাগানো হয়েছে। কিন্তু তাতে নেই খড়গপুর এর বিধায়ক তথা বাংলা চলচ্চিত্র অভিনেতা হিরনের ছবি।এই নিয়েই বিধায়ক খড়গপুর এর তার বিধানসভা এলাকায় একটি বস্তু বিতরণ প্রোগ্রামে গেলে তার গোষ্টীর লোকজনদের সাথে দিলীপ গোষ্ঠীর লোকজনদের তর্ক বিতর্ক শুরু হয়ে যায়।
মুখে হতে হতে কার্যত তারা হাতাহাতিতে গিয়ে পৌঁছায়।যদিও খড়গপুর এর বিধায়ক হিরণ সংবাদমাধ্যমকে জানান ছবিতে থাকাটা ব্যাপার নয় মানুষের কাজ করাটাই আমার কাছে শ্রেয়। সেই সঙ্গে তিনি এও জানান কে দু চারজন লোক ছবিতে রয়েছে তা নিয়ে খড়গপুর পৌরসভা ভোটের কোনো প্রভাব পড়বে না।