ভাল্লুকের আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো বইমেলা

ভাল্লুকের আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো বইমেলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ভাল্লুকের

ভাল্লুকের আতঙ্কে  বন্ধ করে দেওয়া হলো বইমেলা। পশ্চিমবঙ্গের উত্তরের জেলা জলপাইগুড়িতে জেলা পরিষদ আয়োজিত বইমেলায় বিশাল ভিড়ের মধ্যে বন্য প্রাণীর আক্রমণ এড়াতে । বুধবার রাতে জেলাপ্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বইমেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। গেলো কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ভাল্লুকের দেখা মিলছিল। এ বার জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে পাহাড়ের জঙ্গল থেকে নেমে আসা ভাল্লুকটি। প্রথমে পায়ের ছাপ ধরা পড়েছিল শহরের তিস্তা উদ্যানে। পরে সিসি টিভির ফুটেজেও দেখা যায় ভাল্লুকের ছবি।এই ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে গোটা শহরকে। মাইকে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। ভাল্লুক ধরতে অভিযান শুরু করে বন দফতর।

 

মঙ্গলবার জলপাইগুড়ির জেলাশাসকের বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্বে তিস্তা উদ্যানে অজানা প্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান উদ্যানে কর্তব্যরত বনকর্মীরা। পরে সেই ছাপ পরীক্ষানিরীক্ষার পর বনকর্তাদের একাংশ দাবি করেন, ওই প্রাণীটি আসলে ভাল্লুক। তার খোঁজে তল্লাশি চালান বনকর্মীরা। তবে ব্যাপক তল্লাশি অভিযানের পরেও মঙ্গলবার রাত পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেনি বনদপ্তর।

 

এর পরেই ভাল্লুক ধরতে কোমর বেঁধে নামে প্রশাসন। মাইকে প্রচার চালিয়ে সতর্ক করা হয় জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের। তাঁদের ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। জলপাইগুড়িতে আয়োজিত উত্তরবঙ্গ বইমেলাও মঙ্গলবার সময়ের অনেক আগেই সমাপ্তি ঘোষণা করে দেওয়া হয়েছে । ভাল্লুক ধরা না পড়লে বুধবার বইমেলা চালু হবে কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।

 

জলপাইগুড়ি শহরের কেন্দ্রস্থলে ওই তিস্তা উদ্যান। তার চারপাশে রয়েছে একাধিক সরকারি দফতর এবং বাংলো। আগাম সাবধানতা হিসাবে আগামী কয়েক দিন তিস্তা উদ্যান বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি তিস্তা উদ্যান সংলগ্ন এলাকায় আরও কয়েকটি সিসি ক্যামেরা এবং আলো মঙ্গলবারের মধ্যেই লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে উদ্যান ও কানন বিভাগের বিভাগীয় বনাধিকারিক অঞ্জন গুহ জানিয়েছেন।

 

আর ও পড়ুন    অবশেষে রাতে খাঁচাবন্দী হল রয়েল বেঙ্গল টাইগার

 

উল্লেখ্য,ভাল্লুকের আতঙ্কে  বন্ধ করে দেওয়া হলো বইমেলা। পশ্চিমবঙ্গের উত্তরের জেলা জলপাইগুড়িতে জেলা পরিষদ আয়োজিত বইমেলায় বিশাল ভিড়ের মধ্যে বন্য প্রাণীর আক্রমণ এড়াতে । বুধবার রাতে জেলাপ্রশাসনের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বইমেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়। গেলো কয়েকদিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ভাল্লুকের দেখা মিলছিল। এ বার জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে পাহাড়ের জঙ্গল থেকে নেমে আসা ভাল্লুকটি।

 

প্রথমে পায়ের ছাপ ধরা পড়েছিল শহরের তিস্তা উদ্যানে। পরে সিসি টিভির ফুটেজেও দেখা যায় ভাল্লুকের ছবি।এই ঘটনায় আতঙ্ক গ্রাস করেছে গোটা শহরকে। মাইকে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। ভাল্লুক ধরতে অভিযান শুরু করে বন দফতর। মঙ্গলবার জলপাইগুড়ির জেলাশাসকের বাংলো থেকে ঢিল ছোড়া দূরত্বে তিস্তা উদ্যানে অজানা প্রাণীর রক্তমাখা পায়ের ছাপ দেখতে পান উদ্যানে কর্তব্যরত বনকর্মীরা। পরে সেই ছাপ পরীক্ষানিরীক্ষার পর বনকর্তাদের একাংশ দাবি করেন, ওই প্রাণীটি আসলে ভাল্লুক। তার খোঁজে তল্লাশি চালান বনকর্মীরা। তবে ব্যাপক তল্লাশি অভিযানের পরেও মঙ্গলবার রাত পর্যন্ত তার অবস্থান শনাক্ত করতে পারেনি বনদপ্তর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top