শিলিগুড়ির আশপাশে পর্যটন কেন্দ্রের রুট ধরে একাধিক বাস পরিষেবা চালুর পরিকল্পনা উত্তরবঙ্গ ৰাষ্ট্ৰীয় পরিবহনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়ের। উত্তরের সবুজ গালিচা চিড়ে পর্যটনমুখী অত্যাধুনিক লাক্সারি পর্যটন বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি। রেলকে এবারে বড় টেক্কা দিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের দিবারাত্র পর্যটকমুখী বাস পরিসেবা। উত্তরের উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশকে হাতিয়ার করেই লাভের আশায় পুজোর আগে পর্যটক টানতে নিউজলপাগুড়ি থেকে ডুয়ার্স পর্যন্ত পর্যটক স্পেশ্যাল ট্রেন সংযোজন করেছে রেল।
তবে টিকিটের অত্যধিক দর অনুপাতে যাত্রী পরিষেবা ও খাবারের মান নিয়ে গুচ্ছের অভিযোগ রয়েছে যাত্রীদের। বর্তমানে উত্তরবঙ্গের দূর্গম স্থানে রাজ্য সরকারের বিপুল উন্নয়নের জেরে সুচারু হয়েছে যোগাযোগ। কোভিডের পরেও দূর দূরান্তের পর্যটকদের আনাগোনার হার উল্লেখ্যযোগ্য। বিগত কয়েক বছরে একাধিক পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে রাজ্যের সরকার।
নিত্যদিন পর্যটকদের ক্রমাগত পদার্পনে শিলিগুড়ি পর্যটন মানচিত্রে ঠিকানাঘর হয়ে উঠেছে। তাই এবারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন পরিষেবার মান উন্নতর করে পর্যটকদের জন্য শিলিগুড়ি থেকে পাহাড় ও ডুয়ার্সের রুটের মধ্যে সবুজের হাতছানি প্রকল্পের আওতায় গুচ্ছের এনবিএসটিসির বিলাসবহুল বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পাহাড় ও ডুয়ার্সের পর্যটন সার্কিট গুলিকে লক্ষ্য রেখেই এও পরিষেবা চালু হবে। তবে ঠিক পাহাড়ের কোন কোন রুটে ধরে ছুটবে পর্যটন বাস তা এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
শিলিগুড়ি এনবিএসটি বাস স্ট্যান্ড থেকে প্রতিনিয়ত ১০০টি বাস চলাচল করলেও রাজ্য পর্যটন কেন্দ্র গজলডোবা ভোরের আলো সহ বেশকিছু পর্যটন কেন্দ্র ও শালুগাড়ার বেঙ্গল সাফারির মতো গা লাগোয়া এলাকায় পর্যটন স্থান গুলি থাকলেও সরাসরি সরকারি বাস পরিষেবা চালু নেই। বুধবার শিলিগুড়ি মাল্লাগুড়ি বাসস্ট্যান্ড ও তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের পরিকাঠামো খতিয়ে দেখেন। ডিপো এলাকার জমির পরিমাপ গাড়ির সংখ্যার সঠিক তথ্য বলতে না পারায় ডিপো কর্তৃপক্ষকে যাবতীয় খতিয়ান তৈরি রাখার নির্দেশ দেন।
টার্গেট স্থির করে দিয়ে জানান ২০২২এর মধ্যে এনবিএসটিসির শিলিগুড়ি থেকে তিন কোটি টাকা লভ্যাংশ সরকারি কোষাগারে তুলে আনতে হবে। সংবাদমাধ্যমের সম্মুখে তিনি বলেন জে এল ইউ আর এমের গাড়িগুলি ভালো পরিষেবা দিচ্ছে। আগস্ট মাসে তিনি দায়িত্ব নিলেও তিন মাসের মধ্যে আয়ের পরিমাণ ৯কোটি টাকা থেকে ১৫কোটি টাকায় পৌঁছেছে। এদিকে জয়ওগাঁ শিলিগুড়ি রুট বাস স্ট্যান্ড না থাকার জেরে বন্ধ হয়ে রয়েছে। সেখানে শিলিগুড়িতে জয়ওগাঁ উন্নয়ন কর্তৃপক্ষের বাস টার্মিনাসকে ব্যবহার করে শিলিগুড়ি জয়গাঁও রুটে বাস চলাচল চালু করা হয়েছে।
সরকারি পরিকাঠামোকে একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। জানুয়ারি ২০২২এর মধ্যে শিলিগুড়ি ডিপোকে ২-৩কোটি টাকা আয়ের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে শিলিগুড়ি থেকে পাহাড় ও ডুয়ার্সের মধ্যে সবুজের হাতছানি প্রকল্পের আওতায় ছোট বাসগুলির পরিষেবা চালু পরিকল্পনা নেওয়া হয়েছে। গাজলডোবা, ডুয়ার্স সহ পাহাড়ের দার্জিলিং, গ্যাংটক পর্যটন সার্কিটের রুট ধরে ছুটবে এনবিএসটিসির দিবারাত্রি লাক্সারি ছোট বাস। ১৬আসনের ছোট বাসগুলিকে পর্যটন সার্কিট দিয়ে চালানো হবে।
আর ও পড়ুন শস্য সুরক্ষার জন্য বীমার উপর একশো শতাংশ জোর দিয়েছে সরকার
অন্যদিকে পর্যটন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পর্যটকদের জন্য আকর্ষণীয় পাহাড় ও ডুয়ার্সের সার্কিট তৈরি করবে এন বি এনবিএসটিসি। অন্যদিকে বাগডোগরা বিমানবন্দর থেকেও যাত্রীদের চাহিদার নিরিখে এন বি এস টি সি বাস পরিষেবা চালু করেছে। তবে অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে উঠে আসে এদিন। শিলিগুড়ি ডুয়ার্স রুটের বাসগুলি শিলিগুড়ি পিসি মিত্তল বাসস্ট্যান্ড থেকে ছাড়া হয় সেখানে বেসরকারি বাস চালক ও কর্তৃপক্ষের দাপটে যাত্রীসহ সরকারি এনবিএসটিসির বাসগুলিকে হেনস্থার মুখে পড়তে হয়। যার জেরে ক্ষতি অংক বেড়ে উঠছে ওদলাবাড়ি মালবাজার রুটের এমবিএসটিসি বাসগুলির ক্ষেত্রে। এ বিষয়ে পার্থপ্রতিম বাবু জানান এ ধরনের দৌরাত্ম্য চলতে পারে না। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।