এ রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, উদয়ন গুহ। বিএসএফকে দিয়ে রাজ্যে দ্বৈত্ব শাসন ব্যবস্থা চালুর চেষ্টা হচ্ছে। এ রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। তাই তো বিএসএফের ক্ষমতার এক্তিয়ার একসময় যেখানে 15 কিলোমিটার ছিল বর্তমান সেটিকে 50 কিলোমিটার করা হচ্ছে। এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না।
শনিবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ একথা বলেন। তিনি বলেন, সিতাইয়ে গুলি চললো।
আর ও পড়ুন বিপিন রাওয়াতের দেহ শায়িত মর্গে, আজ শেষ শ্রদ্ধা
দুজন বাংলাদেশী একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বিএসএফ বলেছে ওরা গরু পাচার করছিল। গুলিতে মানুষের মৃত্যু হল, অথচ একটি গরু উদ্ধার হল না কেন। নতুন নিয়মে বিএসএফের এক্তিয়ার পঞ্চাশ কিলোমিটার করাতে কোচবিহার, দিনহাটা, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদহ, কৃষ্ণনগর, বারাসতের মত শহরগুলি বিএসএফের এক্তিয়ারে চলে যাবে। তিনি বলেন, বিএসএফকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে শহরের এলাকায় ঢুকিয়ে দিলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হতে পারে, কিন্তু দেশের ভালো হতে পারে না।
এ রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, উদয়ন গুহ। বিএসএফকে দিয়ে রাজ্যে দ্বৈত্ব শাসন ব্যবস্থা চালুর চেষ্টা হচ্ছে । এ রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। তাই তো বিএসএফের ক্ষমতার এক্তিয়ার একসময় যেখানে 15 কিলোমিটার ছিল বর্তমান সেটিকে 50 কিলোমিটার করা হচ্ছে। এটাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। শনিবার দিনহাটা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি পাঠাগারে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ একথা বলেন।
তিনি বলেন, সিতাইয়ে গুলি চললো। দুজন বাংলাদেশী একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বিএসএফ বলেছে ওরা গরু পাচার করছিল। গুলিতে মানুষের মৃত্যু হল, অথচ একটি গরু উদ্ধার হল না কেন। নতুন নিয়মে বিএসএফের এক্তিয়ার পঞ্চাশ কিলোমিটার করাতে কোচবিহার, দিনহাটা, জলপাইগুড়ি, বালুরঘাট, মালদহ, কৃষ্ণনগর, বারাসতের মত শহরগুলি বিএসএফের এক্তিয়ারে চলে যাবে। তিনি বলেন, বিএসএফকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়ে শহরের এলাকায় ঢুকিয়ে দিলে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হতে পারে, কিন্তু দেশের ভালো হতে পারে না।