ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের মনোজ্ঞ সংবর্ধনা সভা

ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের মনোজ্ঞ সংবর্ধনা সভা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মনোজ্ঞ

ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের মনোজ্ঞ সংবর্ধনা সভা। ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের এক মনোজ্ঞ সংবর্ধনা সভা ও ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের কর্মী সম্মেলন হয়ে গেল 12 ই ডিসেম্বর, 2021, রবিবার,উত্তর চব্বিশ পরগনার কাঁচড়া পাড়া রেলওয়ে কাজী নজরুল ইসলাম ইনিস্টিটিউট সভাগৃহে।অনুষ্ঠানটি সুভারম্ভ হয় সকাল 11 টায়।প্রায় 600 শত কর্মীর উপস্থিতি তে সভা প্রাঞ্জল হয়ে ওঠে।

 

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা ও সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বিদ্যাধর মল্লিক মহাশয়,সহ সভাপতি ইন্দুশেখর চক্রবর্তী ,বাবলু সাঁপুই, চন্দ্রনাথ হালদার ও রাজ্য কমিটির সদস্য বৃন্দ।সভায় সংগঠনের সম্পাদক বলেন মাননীয় পরিমল কান্তি মন্ডলের(ন্যাশনাল প্রেসিডেন্ট) নেতৃত্বে আমরা মালগুদাম শ্রমিক দের ন্যায্য দাবী নিয়ে লড়াই করে আসছি।

 

সেই লড়াইয়ের ফলশ্রুতিতে ই শ্রমিক প্রোটা লে মালগুদাম কর্মী হিসাবে নথিভুক্ত করণের স্থান পেয়েছে।এইটা লাগাতার আন্দোলনের একটা জয় ।সংগঠনের সহ সভাপতি ইন্দু বাবু বলেন ব্রিটিশ পিরিয়ড থেকে শ্রমিকদের জমে থাকা সমস্যা সমাধানের প্রথম ধাপ আমরা অতিক্রম করলাম ।এই আন্দোলনে দল মত নির্বিশেষে অনেক সংসদীয় জন প্রতিনিধি ও সহযোগী তার হাত বাড়িয়ে দিয়েছে।

 

রেল ও একটা স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে।খুব শীঘ্রই তা সম্পন্ন হবে।সংগঠনের নেতা চন্দ্রনাথ হালদার বলেন প্রায় সাড়ে আট লক্ষ মানুষ এই কর্মে যুক্ত । তাদের সবার মুখে হাসি ফোটার দিন আসন্ন।ভারত বর্ষের প্রতিটি গুডসেড,ডিভিশন,জোনে সংগঠনের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে সাড়ে আট লক্ষ কর্মীর ডাটা কে একত্রিত করছে ও ই শ্রমিক কার্ড করতে সহযোগীতা করছে।সংগঠন টি মনে করে নতুন আর্থিক বর্ষে অধিকাংশ শ্রমিকদের দাবি সম্পন্ন হবে।

 

সংগঠনের সর্বভারতীয় নেতা বাবলু সাঁপুই বলেন বেশ কিছু অসাধু চক্র মালগুদামের ইউনিয়নের নেতা সেজে রেলে র চাকরী দেওয়ার নাম করে বেকার ছেলে মেয়েদের থেকে টাকা নিচ্ছে। ই শ্রমিক কার্ড করিয়ে দিয়ে টাকা তুলছে।

 

আর ওপড়ুন    মালদহের হরিশ্চন্দ্রপুরে মাটি মাফিয়াদের দাপট

 

আপনার সবাই সাবধানে থাকুন সজাগ থাকুন ই শ্রমিক কার্ড করতে কোনো অর্থ লাগে না।সব শেষে করোনা কালে ও যে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ভারতবর্ষের মানুষ কে খাবার জুগিয়ে গেছে তাদের কে করোনা যোদ্ধা হিসাবে সংবর্ধিত করে সংগঠনটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top